ইউ এন লাইভ নিউজ: আরজি করের ঘটনা নিয়ে উত্তাল হয়ে আছে রাজ্য থেকে শুরু করে দেশ। কলকাতার আরজি কর মেডিকেল কলেজের ‘অভয়া’ ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ তথা সারা দেশ উত্তপ্ত। এমতাবস্থায় নির্যাতিতার বাবাকে ফোন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি ফোন করে নির্যাতিতার বাড়ির লোককে জানান রাজ্যপাল তাদের পাশে আছেন। সোমবার বিকেলে দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাজ্যপাল দিল্লিতেই থাকবে বলে জানা গিয়েছে। অন্যদিকে আরও জানা যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও কথা হয় রাজ্যপালের।
রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ রয়েছে তাঁর। এদিন দুপুরে রাজ্যপাল দিল্লি থেকেই ফোন করলেন নির্যাতিতার বাবাকে। সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডে স্বত:প্রনোদিত মামলা হয়। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির বেঞ্চে একাধিক বিষয়কে সামনে রাখা হয়েছে শুনানি চলাকালীন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এই শুনানির সময়। প্রশ্ন উঠেছে আরজি কর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও। ঘটনা সম্পর্কে যথেষ্ট কড়া মনোভাব রেখেছে দেশের সর্বোচ্চ আদালত।
শুনানি শেষ হয়ে যাওয়ার পরেই রাজ্যপাল ফোন করেন নির্যাতিতার বাবাকে। তিনি তার পরিচয় দেন। প্রথমে নির্যাতিতার বাবা বুঝতে পারেননি। পরে তিনি নিজেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিনতে পারেন। রাজ্যপাল ওই পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্যপালকে নির্যাতিতার বাবা জানিয়েছেন, তিনি জাস্টিস চান। রাজ্যপাল তাঁর কথায় সহমত হয়েছেন। কেবল নির্যাতিতার পরিবার নয়। সকলে ঘটনার বিচার চান। সকলে ওই পরিবারের পাশে রয়েছেন। এই কথা জোর গলায় বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Leave a Reply