স্পোর্টস ডেস্ক-কমনওয়েলথ গেমসের আগে দেশের তাবড় তাবড় কর্তারা দাবি করেছিলেন, এত বড় দল – এবার ১০০ পদকের গন্ডি টপকে যাবে। কিন্তু তা হল কই?
শেষ হল কমনওয়েলথ গেমস। পদক তালিকায় ভারত চার নম্বরে। অনেক নিচে পাকিস্তান (১৮তম স্থানে)। বাংলাদেশ তো কোনো পদকই পায়নি। এই দুই দেশ কি করলো, তা নিয়ে মাথাব্যথা থাকার কথা নয় ভারতীয়দের। আসল মাথাব্যথা, নিজেদেরই নিয়ে।
এর আগের বারের গেমসের পদক সংগ্রহের দিকে একবার ফিরে তাকানো যাক।
২০১৮ সালে পদক-তালিকায় ৩ নম্বরে ছিল ভারত। সেবার ভারত শুটিং থেকেই মোট ১৬টি পদক জিতেছিল। কিন্তু এবার গেমসে নেই শুটিং । সেবারের মোট পদক সংখ্যাও টপকে যেতে পারেনি এবারের দল। ভারত ২২টি সোনা, ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ পেয়ে চতুর্থ স্থানে আছে। মোট পদকের সংখ্যা ৬২ টি। প্রথম তিনটি স্থান দখলে রাখলো– অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কানাডা।
শেষ দিনে চারটি সোনা জিতেছিল ভারত। তিনটি সোনা এসেছে ব্যাডমিন্টন ও একটি টেবিল টেনিস থেকে। ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু সোনা জিতেছেন মেয়েদের সিঙ্গলসের খেতাব পেয়ে। পুরুষদের সিঙ্গলস জিতেছেন, দেশের উঠতি তারকা লক্ষ্য সেন।
পুরুষদের ডবলসেও ভারত সোনা জিতেছে।
ভারত এবার লন বোল ( নুতন ইভেন্টে বড় সাফল্য) , মেয়েদের ক্রিকেট, মেয়েদের হকি ও জুডোয় পদক পেয়েছে। এর আগে কমনওয়েলথ গেমসে এই বিভাগগুলি থেকে পদক জেতা হয়নি।
গেমস শুরুর আগেই ভারতের জন্য একরাশ হতাশা বয়ে আনে – অলিম্পিকে সোনাজয়ী নীরজ কুমার চোটের জন্য কমনওয়েলথ গেমসে অংশ নিতে না পারায়। তাঁর ইভেন্টটি জ্যাভলিন থ্রো থেকে পাকিস্তানের প্রতিনিধি সোনা জিতেছেন।
ভারত বেশ ভালো সাফল্য পেয়েছে ভারোত্তোলোন থেকে। প্রথম বাঙালি হিসাবে অচিন্ত্য শিউলি ভারোত্তোলনে সোনা জিতেছেন। তিনি আবার এই বাংলারই ছেলে। হাওড়া জেলার দরিদ্র ঘরের এমন সোনার টুকরো ছেলের খবর কেউ রাখিনি। আজ তাঁকে ঘিরে উন্মাদনা বাড়ছে। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি তাঁর বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে এসেছেন। অভিনন্দন ছাড়াও , দিয়ে এসেছেন চাকরির প্রতিশ্রুতি।
মেয়েদের ক্রিকেট এবারই প্রথমবার গেমসে জায়গা পায়। ভারতীয় দল দাপটের সঙ্গে টি টোয়েন্টি ক্রিকেটে মুন্সিয়ানা দেখিয়ে ফাইনালে ওঠে। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে খুব কম রানে হেরে, সোনার পদক হাতছাড়া করে। মেলে রূপো। দেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন তো দলের ফাইনালে হার মেনে নিতেই পারেননি। কড়া সমালোচনা করে টুইট করেন তাঁর সময়ের ম্যাচ ফিক্সিং ইস্যু টেনে এনে।
টেবিল টেনিসে সেমিফাইনালে ভারতের কাছে পাশের দেশ বাংলাদেশ হার মানে। ভারত পদক পেয়েছে।
২৮ জুলাই হয়েছিল উদ্বোধীন অনুষ্ঠান। ১২ দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়াবিদ একাধিক খেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে পদক জিতেছেন। এই লড়াই ৮ অগাস্ট শেষ হল বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২। উদ্বোধনের মতই নজর টেনে নেওয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল এবারের গেমসের আসর । এবার অপেক্ষা আরও ৪ বছরের। ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজিত হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন পিভি সিন্ধু ও মনপ্রীত সিং। সিন্ধু সোনার পদক নিয়ে ফিরলেন। মনপ্রীতরা আশা জাগিয়েও সোনা জিততে পারেননি। সমাপ্তি অনুষ্ঠানে দেখা গেল, দেশের তেরঙা জাতীয় পতাকা নিয়ে বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে প্রবেশ করেছেন টেবিল টেনিস ও বক্সিংয়ে সোনা জয়ী শরথ কমল ও নিখাত জারিন।
এবারের সমাপ্তি অনুষ্ঠানে সকলের মন জিতে নেন ভারতের ভাংরা নাচের শিল্পীরা। তাদের পারফরম্যান্স সকলের মন জয় করে নেয়। দেশে-বিদেশের ক্রীড়াবিদদের সেইসময় গোটা আলেকজান্ডার স্টেডিয়ামে ভাংরার তালে মেতে উঠতে দেখা যায়।
এবারের গেমসে ভারতীয় দল মোট ৬১ টি পদক পেয়েছে। মোট ২২টি সোনা, ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ রয়েছে ভারতের ঝুলিতে। পদক তালিকাতে চতুর্থ স্থানে শেষ করেছে ভারতীয় দল।
গেমসে ৬৭ সোনা নিয়ে — মোট ১৭৮টি পদক জিতে শীর্ষে স্থান পায় অস্ট্রেলিয়া। ৫৮টি সোনা সমেত ১৭৬টি পদক জিতে দ্বিতীয় স্থানে পেয়েছে ইংল্যান্ড। ২৬টি সোনা সহ ৯২টি পদক জিতে তৃতীয় স্থানে কানাডা। ২০টি সোনা সহ ৪৯টি পদক জিতে পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
ছবি: সৌ টুইটার।
Leave a Reply