নিউজ ডেস্ক: শুক্রবার ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। গরমের ছুটির পর নতুন বেঞ্চে ডিএ মামলার শুনানি হবে। শুক্রবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলেও, ঝুলেই রইল শীর্ষ আদালতে।
এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘সরকারি আইনজীবী উপস্থিত না থাকায় সরকারের জুনিয়র আইনজীবী আজ পাসওভার চান। বহু মামলা থাকায় আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি হয়নি।’
তিনি জানিয়েছেন, ১২ জুলাই রাজ্য সরকারি কর্মচারিদের বকেয়া ডিএ মামলার শুনানি হবে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ। তবে রাজ্য সরকারি কর্মচারীদের অনেকেই আশা করেছিলেন যে আজ ডিএ মামলার নিষ্পত্তি হয়ে যাবে।
জানুয়ারি মাস থেকে ডিএ মামলার শুনানি লাগাতার পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে। ২৪ এপ্রিল শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন শুনানি হয়নি। ২৮ এপ্রিল ধার্য করা হলেও এদিন তা হয়নি। এরই মধ্যে বিচারপতি দীনেশ মাহেশ্বরী ১৪ মে অবসর নেওয়ার কথা। অর্থাৎ ডিএ মামলার জন্য ফের নতুন বেঞ্চ তৈরি হবে সুপ্রিম কোর্টে।
Leave a Reply