শহিদ মিনারে অভিষেকের সভা নিয়ে ফের জটিলতা, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে

নিউজ ডেস্ক: শহিদ মিনারে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে ফের তৈরি হয়েছে জটিলতা। সভার আগের দিনই তার বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হলেন ডিএ আন্দোলনকারীরা। তাঁদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে শহিদ মিনারে তাঁদের অবস্থান বিক্ষোভ চলছে। এই অবস্থায় কীভাবে সেখানে অভিষেকের সভা হবে? মঙ্গলবার তাই অভিষেকের সভা বাতিলের দাবি নিয়ে কলকাতা হাই কোর্টে যান ডিএ আন্দোলনকারীরা।

সূত্রের খবর, বিচারপতি রাজশেখর মান্থার তাঁদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। এই নিয়ে সব পক্ষকে নোটিস দিতে হবে। আজ দুপুরেই মামলাটির শুনানি রয়ছে। হাই কোর্টে ডিএ আন্দোলনকারীদের দাবি, ২৯ তারিখ শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা রয়েছে সেই সভা অন্য কোথাও করার নির্দেশ দিক হাইকোর্ট।

হাইকোর্টের অনুমতি নিয়েই প্রায় ৫০০০ ডিএ আন্দোলনকারী বর্তমানে শহিদ মিনারের নিচে ধরনা দিচ্ছেন। সেখানে অভিষেকের সভায় কমপক্ষে ৪০ থেকে ৫০ হাজার লোক হওয়ার অনুমান করা হচ্ছে। আর তাতে একটা বড় গোলমালের আশঙ্কা রয়েছে।

মামলাকারী আইনজীবীর বক্তব্য, যেখানে ডিএ মঞ্চ রয়েছে সেখানে এই সভা হলে সমস্যার হতে পারে। তাই অন্যত্র হোক সভা। বিচারপতি রাজশেখর মান্থা তাঁদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।