ইউ এন লাইভ নিউজ: ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারের বিজয়ীদের তালিকায় নতুন নাম যুক্ত হল। বিনোদ খান্না, অমিতাভ বচ্চন, আশা পারেখের পর এবার সেই তালিকায় নাম এল মিঠুন চক্রবর্তীর। কিংবদন্তি অভিনেতার ভারতীয় সিনেমায় অনবদ্য অবদানের জন্য এই বিশেষ পুরস্কারে সম্মানিত করার কথা ঘোষণা করেছেন ভারতীয় সরকার। কখনও তিনি মৃগয়ার ঘিনুয়া, কখনও তিনি ডিস্কো ডান্সারে মাতিয়েছেন দেশকে। বিগত সাড়ে চার দশক ধরে বিনোদন দুনিয়ায় রাজ করছেন তিনি। এবার দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন মিঠুন চক্রবর্তী।
প্রসঙ্গত, তিনি আগেই পেয়েছেন পদ্মভূষণ সম্মান। আগামী ৮ অক্টোবর ৭০-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠানে ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ সম্মানে ভূষিত হবেন মহাগুরু। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটারে লিখেছেন, “মিঠুন দা’র অসাধারণ সিনেমাটিক যাত্রা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুরি বোর্ড।”
উল্লেখ্য, সিনেমার পাশাপাশি কার্যত সমাজসেবক হিসাবেও দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে। থ্যালাসেমিয়া শিশুদের জন্য কাজ করা থেকে শুরু করে একাধিক মানবসেবায় নিজেকে যুক্ত রেখেছেন তিনি। একই সঙ্গে রাজনীতিতেও যুক্ত থেকেছেন মহাগুরু। একটা সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। বর্তমানে বঙ্গ বিজেপির সঙ্গেই দেখা যায় মিঠুন চক্রবর্তীকে।