নিউজ ডেস্ক: আর্থিক সঙ্কটে ভুগছে ডায়মন্ড হারবার পৌরসভা। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে টাকার অভাবে ঠিকাদারদের পেমেন্ট আটকে গেছে। এই আর্থিক সঙ্কট থেকে সুরাহা পেতে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের দ্বারস্থ হয়েছে ডায়মন্ড হারবার পুরসভা কর্তৃপক্ষ। তাঁরা পুর ও নগরোন্নয়ন দফতরে চিঠিও পাঠিয়েছে। কিন্তু এখনও কোনও আশার আলো দেখাতে পারেনি মন্ত্রী ফিরহাদ হাকিমের দফতর। এভাবে চললে আগামীদিনে পুরসভার কর্মীদের বেতন দিতে সমস্যা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে পুরসভায় প্রায় ৫০০ জন অস্থায়ী কর্মী কাজ করেন। তাঁদের বেতন খাতে খরচ হয় প্রায় ৪৭ লক্ষ টাকা। কোনওভাবে সেই টাকা এখন জোগাড় করা হচ্ছে। কিন্তু তাতেও তাঁদের বেতন দিতে দিতে মাসের ১০ তারিখ পার হয়ে যাচ্ছে।
পুরসভার চেয়ারম্যানের বক্তব্য, ‘সরকারকে আমরা বিষয়টি জানিয়েছি। তাঁরা বিবেচনা করে আমাদের আবেদনে নিশ্চয়ই সাড়া দেবে। পুরসভার আর্থিক হাল বেশ খারাপ। বিভিন্ন ওয়ার্ডে যে সব উন্নয়নমূলক কাজ হয়েছে, তার বিল সঠিক সময়ে পুর ও নগরোন্নয়ন দফতরে পাঠানো যায়নি। তার জন্য টাকা ছাড়া হয়নি। বকেয়া টাকা নিজেদের তহবিল থেকে মেটাতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পুরসভার নিজস্ব ভাঁড়ার প্রায় শূন্য। নিজেদের আয় সেরকম নেই। ফলে পুরসভা যে সব উন্নয়নের কাজ করে, তা করা যাচ্ছে না। ঠিকাদারদের বকেয়া টাকা দেওয়া যাচ্ছে না। তাই তাঁরাও এখন নতুন করে কোনও কাজে হাত দিতে চাইছেন না।’
Leave a Reply