নিউজ ডেস্ক : যদি একদিন হঠাৎ পৃথিবী ধ্বংস হতে বসে! চারিদিকে ধ্বংসলীলা চলে,তখন কি করবে সবাই?কি পরিস্থিতিতেই বা থাকবে মানুষ? জীবনের শেষ মুহুর্তে ছবি যদি কেউ তুলে রাখে,তাহলে তা কেমন হবে দেখতে? জানেন কি আপনারা?
এখন যুগটাই আবদ্ধ মোবাইলের মধ্যে । ফোন ছাড়া মানুষ এখন কিছু ভাবতেই পারে না। আর এর পিছনে মূল আকর্ষণ হল ‘সেলফি’। কারণে অকারণে মানুষ এখন ছবি তোলে। সকালে হাই তোলার ছবি দিয়ে শুরু হয় দিন আর রাতে গুড নাইট লিখে ফটো পোস্ট করা দিয়ে শেষ হয় দিন। সেলফির এতটাই গভীর ক্রেজ রয়েছে মানুষের মধ্যে। কিন্তু আপনি কি কখনও ভেবেছেন, বিশেষ মুহূর্তের যে-সেলফি তোলার অভ্যেস আপনি গড়ে তুলেছেন, তা যদি আপনি পৃথিবী ধ্বংসের দিনেও বজায় রাখেন, তবে সেদিন আপনার তোলা সেলফিটি ঠিক কেমন দেখতে হবে?
কি জানতে ইচ্ছা করছে তো? আপনি কি কল্পনা করতে পারছেন, সে ছবি কেমন হবে ঠিক? হ্যাঁ, সেটাই কৌতূহলের মূল বিষয়। পৃথিবী ধ্বংস হওয়ার ঠিক আগে তোলা আপনার শেষ ‘সেলফি’! দেখে নিন এখানে…
পৃথিবীর শেষ সেলফি কেমন হতে পারে তাঁর একটি ছবি ও ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিকটকে ‘রোবট ওভারলোডস’ এটি পোস্ট করেছেন।
সেলফিতে দেখা যাচ্ছে, লম্বা লম্বা আঙুল আর অতি বৃহৎ চোখের কিছু মানুষ। এটাকে ‘হন্টিং ইমেজ’ও বলা হচ্ছে। দেখলেই ভয় লাগে। বিভৎস মুখগুলোর দিকে ঠিক করে তাকানো যাচ্ছে না। তবে যারা দুর্বল হৃদয়ের তাদের এটা এড়িয়ে যেতে পারেন।
আসলে এই ছবিটি তৈরি হয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্টসি বেসড ইমেজ জেনারেটর, DALL-E 2 অ্যাপ এর মাধ্যমে। (Artificial Intelligence Based Image Generator)
DALL-E 2 হল একটি শিক্ষামূলক মডেল যা OpenAI দ্বারা তৈরি করা হয়েছে। ভাষার বর্ণনা থেকে ডিজিটাল ছবি তৈরি করার জন্য একে তৈরি করা হয়েছে। DALL-E এর কাজ শুরু হয়েছিল 2021 সালের জানুয়ারিতে। 2022-এর নভেম্বর মাসে এটি অ্যাপ হিসাবে বাজারে আসে।
এটি উচ্চতর রেজোলিউশনে আরও বাস্তবসম্মত ছবি তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে যা “ধারণা, বৈশিষ্ট্য এবং শৈলী একত্রিত করতে পারে”।
এই সফটওয়্যার ব্যবহার করার জন্য শুধু দরকার আপনার ভাবনাকে শব্দ-কথায় প্রকাশ করা। বাকিটা করবে Dall E। প্রথমে জিমেল আইডি দিয়ে নিজস্ব অ্যাকাউন্ট খুলুন ওপেনএআই প্ল্যাটফর্মে (https://openai.com/api/)। তারপর যা আপনি আঁকতে চান, তা শুধু টাইপ করুন Dall E প্ল্যাটফর্মের (https://labs.openai.com/) জেনারেট ডায়লগ বক্সে। তৈরি হয়ে যাবে হাতে গরম ছবি।
আরও পড়ুন : ভারতের নিজস্ব জিপিএস! গুগল ম্যাপকে টেক্কা দিতে তৈরি হচ্ছে ন্যাভিক
এই অ্যাপ ব্যবহারকারি ব্যক্তিরা এর মাধ্যমে দেখতে চায় পৃথিবী ধ্বংসের আগে তোলা শেষ সেলফিটি কেমন দেখতে হবে। তাই তারা DALL-E 2 ব্যবহার করে কিছু ছবি তুলেছেন। তার ফলেই এই ছবি বা ভিডিওটি প্রকাশ্যে আসে। এই ছবি সামনে আসতেই তা ভাইরাল হয় পরে মুহূর্তের মধ্যে। এই মুহুর্তে অ্যাপ ও তার তৈরি ছবি টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়ায় ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস হয় দাঁড়িয়েছে।
আরও পড়ুন : সৌরজগৎ ছেড়ে বিদায় ওমুয়ামুয়ার, এলিয়ন স্পেসক্রাফ্ট নিয়ে কৌতূহল তুঙ্গে
Leave a Reply