ডিএ বাড়ল আরও ৪ শতংশ, ৩০ মার্চ ধর্মতলায় সমাবেশ রাজ্য সরকারি কর্মচারীদের

নিউজ ডেস্ক: এই রাজ্যের সরকারি কর্মচারীরা যখন বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তখন পের একবার ডিএ বাড়াল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্তর কথা জানিয়েছে। নতুন এই সিদ্ধান্তের সুবিধা পাবেন পেনশনভুগীরাও।

সূত্রের খবর, সপ্তম বেতন কমিশনের অধীনে বর্তমানে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নতুন এই সিদ্ধান্ত ঘোষণার ফলে ডিএ বেড়ে ৪২ শতাংশ হচ্ছে। এর ফলে ১ কোটিরও বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা সুবিধা পাবেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে ১ জানুয়ারি ২০২৩ থেকে এই বর্ধিত ডিএ লাগু হবে। সরকারি কর্মীরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ডিএ এরিয়ার আকারে পাবেন।

কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ-র ফারাক আরও বাড়ল। কেন্দ্রের এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ধর্মতলায় ডিএ আন্দোলনকারীরা জানাচ্ছেন, আগামী দিনে তাঁদের আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে। রাজ্য সরকার লাগাতার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে তাঁদের। রাজ্যের এই প্রতিবাদে আগামী ৩০ মার্চ ধর্মতলায় সমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন রাজ্য সরকারি কর্মীরা।