kuwait building fire

Kuwait Fire Incident: কুয়েতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্রমশ বাড়ছে আহত ও নিহতদের সংখ্যা

ইউ এন লাইভ নিউজ: কুয়েতে এক আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় একসঙ্গে অন্তত ৪০ জন ভারতীয়র মৃত্যু হল। এই ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন ৫০ জন । তাঁদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ‘এক্স’ হ্যান্ডলে লেখা হয়েছে, ‘কুয়েত সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। পরিস্থিতির ওপর নজর রেখেছে কুয়েতের ভারতীয় দূতাবাস। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য কুয়েত প্রশাসনের সঙ্গে কাজ করছে ভারতীয় দূতাবাস।’

কুয়েতের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এতজন ভারতীয়র মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ‘এক্স’ হ্যান্ডলে লিখেছেন, ‘কুয়েত সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ৪০ জনেরও বেশি ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ৫০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের রাষ্ট্রদূত ঘটনাস্থলে গিয়েছেন। আমরা আরও তথ্য পাওয়ার অপেক্ষায়। যাঁরা দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীরতম শোকপ্রকাশ করছি। যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি। আমাদের দূতাবাস এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাইকে সাহায্য করছে।’

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আজ ভারতীয় কর্মীদের সঙ্গে যে দুঃখজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে সাহায্যের জন্য ফোন নাম্বারের ব্যবস্থা করেছে দূতাবাস। সেই ফোন নাম্বার হল-+৯৬৫৬৫৫০৫২৪৬। সংশ্লিষ্ট সবাইকে আরও তথ্যের জন্য এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। সবরকম সাহায্য করার জন্য দায়বদ্ধ ভারতীয় দূতাবাস।’

ইতিমধ্যেই কুয়েত সরকার এই ঘটনার তদন্ত শুরু করেছে। যে ছ’তলা আবাসনে আগুন ধরে যায় সেই আবাসনের মালিককে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।