তৃণমূল যুব কমিটি থেকে বাদ পড়লেন দেবাংশু, ফেসবুকে দায়িত্ব ত্যাগের পোস্ট তরুণ তুর্কির

নিউজ ডেস্ক : তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপক্ষেই সবসময় সুর মেলান তিনি। রাজ্যের অন্যান্য দলীয় নেতারাও যখন অভিষেকের সমালোচনায় ব্যস্ত থাকেন, তখনও আগ বাড়িয়ে অভিষেককে দূরদৃষ্টি সম্পন্ন প্রশাসক বলে পাশে দাঁড়িয়েছেন তরুণ তুর্কি দেবাংশু। রাজনৈতিক মহলে অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। কিন্তু তিনিই এবার বাদ পড়লেন তৃণমূল যুব কমিটি থেকে। আর তারপরেই ফেসবুকে চাঞ্চল্যকর পোস্ট দেবাংশুর। যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ত্যাগ করলেন তিনি।

বুধবার ফেসবুকে পোস্ট করে দেবাংশু ভট্টাচার্য জানান, লেফট অল জব এট অল ইন্ডিয়া ইয়ুথ তৃণমূল কংগ্রেস অর্থাৎ যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছাড়লাম। এই পোস্টের পরেই সোশাল মিডিয়া সহ রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। যদিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ফেসবুক ওয়াল থেকে তা মুছে দেন দেবাংশু। তবে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তবে কি তৃণমূল যুব কমিটি থেকে বাদ পড়তেই অভিমানী হয়ে দায়িত্ব ত্যাগের সিদ্ধান্ত দেবাংশুর? নাকি পঞ্চায়েত ভোটের আগে বড় দায়িত্ব পেতে চলেছেন তিনি?

রাজ্য যুব তৃণমূলের নতুন কমিটি গঠন হয়েছে। সেখান থেকে বাদ পড়েছেন দেবাংশু ভট্টাচার্য। তবে কমিটিতে জায়গা করে নিয়েছেন রাজ্যের প্রথম সারির নেতা-মন্ত্রীদের পুত্রকন্যারা। কমিটিতে রয়েছেন অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শনী ঘোষ, প্রয়াত নেতা সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডে, ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামী, রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ ভট্টাচার্যসহ আরও অনেকে। তবে দেবাংশুকে কেন বাদ দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন : ১১ জন দোষীর মুক্তির নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিলকিস বানো