Deepika Padukone

Deepika Padukone: ভারতসেরা দীপিকা পাডুকোন; প্রকাশিত হল আইএমডিবি-র তালিকা

ইউ এন লাইভ নিউজ: খুব শীঘ্রই দীপিকার কোলে আসতে চলেছে ফুটফুটে সন্তান। তারই অপেক্ষায় দিন গুণছেন রণবীর সিংয়ের অর্ধাঙ্গিনী। এরই মাঝে দীপিকার মুকুটে যোগ হল নতুন পালক। বিশ্বের দরবারে রেকর্ড গড়লেন হিন্দি সিনেমার অন্যতম প্রতিভাবান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

দ্য ইন্টারনেট মুভি ডেটাবেস (আইএমডিবি)-র সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সবচেয়ে বেশি ভিউয়ের দিক থেকে ভারতীয় তারকাদের মধ্যে শীর্ষস্থান পেয়েছেন দীপিকা। গত এক দশকের আইএমডিবি-তে ‘মোস্ট ভিউড’ ভারতীয় তারকার খেতাব জয় দীপিকার।

সম্প্রতি আইএমডিবি তাদের ওয়েবসাইটে একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে উঠে এসেছে ‘মোস্ট ভিউড’ ১০০ জন অভিনেতা-অভিনেত্রীদের নাম। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাট্ট, ঐশ্বর্য রাই বচ্চন, ক্যাটরিনা কাইফের মতো তাবড় তাবড় অভিনেতারা। কিন্তু তাঁদের সবাইকে পিছনে ফেলে ২০১৪ থেকে ২০২৪ সালের আইএমডিবির সেরার তালিকায় শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিলেন দীপিকা পাডুকোন।

দীপিকার বলিউড যাত্রা খুব একটা সহজ ছিল না। মডেলিং জগত থেকে শাহরুখের সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবি ‘ওম শান্তি ওম’-এ দেখা যায় তাঁকে। প্রথম ছবিই সুপারহিট। তারপর থেকে সেই অর্থে আর পিছনে দেখতে হয় নি তাঁকে। এমনকি, বলিউডের পাশাপাশি হলিউডেও ছবি করেছেন দীপিকা।

অন্তঃসত্ত্বা অবস্থাতেই আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে দীপিকাকে। শোনা গিয়েছিল, এই সময়টায় তিনি বেঙ্গালুরুতে মায়ের কাছে থাকবেন। কিন্তু অভিনেত্রীকে আবার দেখা যায় রোহিত শেট্টির ‘লেডি সিংহম’-এর সেটে। এর মধ্যেই আবার দীপিকার সারোগেসির মাধ্যমে মা হওয়ার গুঞ্জন রটেছে। তবে সম্প্রতি নিজের বেবি বাম্পের ছবি সামনে এনে সেই জল্পনায় ইতি টেনেছেন খোদ অভিনেত্রী।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, সিনেমার মধ্যে দীপিকাকে রোহিত শেট্টির ‘সিংঘম এগেন’-এ দর্শক দেখতে পেতে চলেছেন। এই ছবিতে তিনি একটি মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছেন। তাঁর চরিত্রের নাম শক্তি শেট্টি। ছবিটি চলতি বছরের ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

About Sukanya Chatterjee

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *