ইউ এন লাইভ নিউজ ডেস্ক: ১২ জন প্রাক্তন উপাচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মানহানি মামলার আইনি নোটিস পাঠায়। সূত্রের খবর অনুযায়ী এই মানহানি মামলার আইনি নোটিস ইমেইল মারফত বৃহস্পতিবার রাজভবনে পাঠানো হয়। আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যপালকে এই নোটিসের উত্তর দিতে হবে বলে জানা গিয়েছে। রাজ্যের শিক্ষাঙ্গনে হস্তক্ষেপকে ঘিরে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত চলছিলই। গত মঙ্গলবার ধনধান্য স্টেডিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে এই প্রসঙ্গে রাজ্যপালকে নজিরবিহীন আক্রমণ করেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হস্তক্ষেপের নামে রাজ্যপাল আদতে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছেন অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, “কোনও বিশ্ববিদ্যালয় রাজ্যপালের কথা শুনে চললে, আমি অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্যাট। দেখি আপনি কীভাবে অধ্যাপকদের বেতন দেন।”
রাজভবনে বসে অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে বাংলায় বিবৃতি দিয়ে রাজ্যপাল অভিযোগ করেছিলেন, “আপনারা জানতে চাইবেন, কেন সরকারের মনোনীত উপাচার্য নিয়োগ করতে পারিনি। তার কারণ হল, তাঁদের মধ্যে কেউ ছিল দুর্নীতিপরায়ণ, কেউ ছাত্রীর শ্লীলতাহানি করেছে, কেউ রাজনৈতিক খেলা খেলছিল। এখন আপনারাই বলুন বিশ্ববিদ্যালয়ে কি এমন অন্তবর্তী উপাচার্য থাকা উচিত যিনি দুর্নীতি করবেন, বা ছাত্রীদের শ্লীলতাহানি করতে পারেন।”
রাজ্যপালের এমন মন্তব্যের প্রতিবাদে শুক্রবার সকাল ১১টায় নর্থ গেটের বিপরীতে ধর্নায় বসেছিলেন তৃণমূলপন্থী উপাচার্য ও শিক্ষাবিদরা। তাঁদের বক্তব্য, “এভাবে রাজ্য এবং রাজ্যের নিযুক্ত শিক্ষাবিদদের অপমান করার অধিকার রাজ্যপালের নেই। তাঁর ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।” এবার রাজ্যপাল তথা আচার্যকে আইনি নোটিস ধরালেন প্রাক্তন ১২ জন উপাচার্য।
Leave a Reply