তাওয়াংয়ের আগেই চিনের অনুপ্রবেশ ভারতে

নিউজ ডেস্ক: তাওয়াং সেক্টরে লাল ফৌজের অনুপ্রবেশের আগেই হয়েছে চিনা হ্যাকারদের হামলা। ভারত-চিন সীমান্তের উত্তেজনার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। দিল্লি AIIMS হাসপাতালের সার্ভারে সাইবার অ্যাটাকের অভিযোগ উঠেছে চিনা হ্যাকারদের বিরুদ্ধে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে কোটি কোটি ডেটা।

দিল্লি এইমসে মোট ১০০টি সার্ভারের মধ্যে ৬০টি ভার্চুয়াল ও ৪০ টি ফিজিক্যাল সার্ভার রয়েছে। তার মধ্যে পাঁচটি সার্ভার হ্যাক করে কয়েক লক্ষ রোগীর নথি হাতিয়ে নেয় হ্যাকররা। সাইবার হামলায় হাসপাতালের পরিষেবা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হলেও কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত চিনা হ্যাকারদের হাত থেকে সমস্ত নথি উদ্ধার করা সম্ভব হয়েছে।

সূত্রের খবর, নভেম্বর মাসের শেষ দিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের সার্ভারে থাবা বসিয়ে চিনা হ্যাকারা মোট পাঁচটি সার্ভার অকেজো করে ফেলে। যার জেরে ব্যাহত হয় পরিষেবা। এরপরই হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সিতে প্রায় ২০০ কোটি টাকা দাবি করে। ২৫ নভেম্বর দিল্লি পুলিশে সাইবার সন্ত্রাসের মামলা নথিভুক্ত করা হয়।

অভিযোগ পেয়েই তদন্তে নামে ইন্ডিয়া কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম, দিল্লি পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা। গোয়েন্দাদের সুপারিশে হাসপাতালের পক্ষ থেকে সমস্ত কম্পিউটারের ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়। ফলে হাসপাতালের জরুরি, বহির্বিভাগ এবং ল্যাবরেটরি ম্যানুয়ালি পরিচালনা করা হয়।

তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, সুদূর চিনে বসে এই সাইবার হামলা করা হয়েছে। তবে সুরক্ষিত রয়েছে ৩-৪ কোটি রোগীর ডেটা। এর মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, মন্ত্রী, আমলা, বিচারক-সহ বহু ভিআইপির রোগীর তথ্য। সঠিক সময় তৎপরতা না দেখালে আরও বড় ক্ষতি হতে পারত বলে জানিয়েছে দিল্লি AIIMS কর্তৃপক্ষ।

আরও পড়ুন : চিন ইস্যুতে আলোচনার দাবি নাকচ, সংসদ থেকে ওয়াক আউট কংগ্রেস-তৃণমূলের

About Mousumi Pal

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *