নিউজ ডেস্ক: আর বিধায়করা কোথায়? বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে যে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে মোট ৬২ জন বিধায়কের মধ্যে ৫৩ জন উপস্থিত ছিলেন। তারপরেই প্রশ্ন উঠছে বাকিরা কোথায়?
বুধবার সাংবাদিক বৈঠক করে মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন আপ নেতারা। অভিযোগ, কেন্দ্রীয় সরকার যে কোনও ভাবে দিল্লির সরকার ফেলতে চাইছে।
বিজেপিতে যোগ দেওয়ার জন্য আপ বিধায়কদের কুড়ি থেকে ২৫ কোটি টাকার লোভও দেখানো হচ্ছে। বিজেপিতে যোগ না দিলে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। তারপরেই এদিন নিজের বাড়িতে আপ বিধায়কদের নিয়ে বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এদিনের বৈঠকে কেজরিওয়াল বলেন, দিল্লিতে সরকার ফেলতে ৮০০ কোটি টাকা নিয়ে নেমেছে বিজেপি। ৪০ জন বিধায়ককে কিনে নিতে চাইছে মোদি সরকার। যদিও বিজেপির অপারেশন লোটাসকে ব্যর্থ করে দেওয়ার দাবি জানিয়েছেন আপ সুপ্রিমো।
তিনি বলেন, ১২ জন বিধায়ককে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে বিজেপি। তাঁদের প্রত্যেককে ২০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও কেউ আপ ছেড়ে যায়নি। যে বিধায়করা এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন তাঁদের মধ্যে সাত জন দিল্লিতে নেই। একজন জেলে। আর আমানুতুল্লা খান ফোনে বৈঠকে যোগ দিয়েছিলেন।
অন্যদিকে, কেজরিওয়ালের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপির এক শীর্ষ নেতা বলেন, কেজরিওয়াল সস্তা জনপ্রিয়তা পেতেই এইসব নাটক করছেন।