দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়াকে আবগারি দুর্নীতি ইস্যুতে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রবিবার তাঁকে দিল্লির সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিজেই একথা ট্যুইট করে জানিয়েছে। সিবিআই সূত্রের খবর, দুর্নীতি ইস্যুতে সিসৌদিয়ার বিরুদ্ধে নতুন তথ্য প্রমাণ হাতে পেয়ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই সূত্রেই তাঁকে তলব করেছে সিবিআই।
জন্মাষ্টমীর দিন সিসৌদিয়ার বাড়ি-সহ আরও বেশ কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় ১৪ ঘণ্টা ধরে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। এর পর তাঁর ব্যাঙ্ক লকারও খতিয়ে দেখেন তদন্তকারীরা। তারপরেই অগস্ট মাসে সিসৌদিয়া এবং আরও ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই দুর্নীতি মামলায় সিসৌদিয়াকে আবার তলব করা হল। যা এই পর্বে নতুন মাত্রা যোগ করল।
সিবিআই তলব প্রসঙ্গে ট্যুইটারে সিসৌদিয়া লেখেন, ‘‘আগামী কাল সিবিআই আবার আমাকে ডেকেছে। ওরা আমার বিরুদ্ধে ইডি, সিবিআইকে পুরোদমে কাজে লাগিয়েছে। আধিকারিকরা আমার বাড়ি, ব্যাঙ্ক লকারে তল্লাশি চালিয়েছে। কিন্তু, আমার বিরুদ্ধে কিছুই পাননি। দিল্লির শিশুদের জন্য ভাল শিক্ষাব্যবস্থার আয়োজন করেছিলাম। ওরা তা রুখতে চায়।’’
সিসৌদিয়া আরও লেখেন, আপ সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছে বিজেপি। আমার কাছে বিজেপির বার্তা এসেছে, আপ ভেঙে বিজেপিতে যোগ দিন, সিবিআই-ইডির সব মামলা বন্ধ করে দেওয়া হবে! বিজেপিকে আমার জবাব, আমি মহারানা প্রতাপের বংশধর, আমি রাজপুত। মাথা কেটে ফেলব কিন্তু দুর্নীতিবাজ-ষড়যন্ত্রকারীদের সামনে মাথা নত করব না। আমার বিরুদ্ধে সব মামলা মিথ্যে, যা খুশি করতে পারেন।’’
Leave a Reply