ইউ এন লাইভ নিউজ: উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের হাঁসফাঁস দশা থেকে মুক্তি মিলবে না এখনই। আবহাওয়া দফতরের সর্বশেষ দেওয়া পূর্বাভাসে নিরিখে জানা গিয়েছে অস্বস্তি বাড়বে বই কমবে না! উত্তরবঙ্গের জেলাগুলিতে ঢুকেছে বর্ষা। উত্তরের জেলায় জেলায় চলছে বৃষ্টি। উল্টোদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা। আবহাওয়া দফতরের সর্বশেষ দেওয়া আপডেটে অস্বস্তি আরও বাড়বে বলেই জানিয়েছে। শুক্রবার অর্থাৎ ৭ থেকে আগামী ৯ জুন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তেই থাকবে।
তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। বর্ষা উত্তরবঙ্গে ঢুকে সেই থেকে আটকেই রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে তা আর এগোচ্ছে না। এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি প্রকৃতি তাতে আগামী ১৩ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের কোনও সম্ভাবনাই দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকাল থেকে ভ্যাপসা গরম। শহর থেকে জেলা, দিনভর থাকবে এই অস্বস্তিকর আবহাওয়া। তবে শুক্রবার বিকেলের দিকে কোনও কোনও জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষনিকের স্বস্তি মিলতে পারে। সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হবে না। উইকেন্ডে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভ্যাপসা গরম আরও বাড়বে। কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে।
জানা গিয়েছে, আগামিকাল দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। ৯ তারিখ বাঁকুড়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। পার্বত্য জেলা দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Leave a Reply