ইউ এন লাইভ নিউজ: বৃহস্পতিবার হঠাৎই আকাশ কালো করে প্রচন্ড ঝড় বৃষ্টি। কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে প্রায় কয়েক ঘন্টা ধরে চলে দুর্যোগ। যার ফলে ব্যাপক ব্যাঘাত ঘটে ভোটের প্রচারে। লোকসভা নির্বাচনের প্রচারের পথে কাঁটা হয়ে দাঁড়ালো আচমকা এই ঝড় ঝঞ্ঝা।
ফলত দুর্যোগের জেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অন্যতম তারকা প্রচারক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার অবতরণ করতে পারল না। যার ফলে এই সমাবেশ বাতিল করা হয়েছে। পরিবর্তে, তিনি ভার্চুয়ালি ভোটের প্রচারাভিযান করবেন। বৃহস্পতিবার,অভিষেকের বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং পূর্ব বর্ধমানের প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে একটি যৌথ সমাবেশ করার কথা ছিল।
প্রথম সমাবেশের পরিকল্পনা করা হয়েছিল রামপুরহাটের বিনোদপুর ময়দানে, তারপরে কালনা বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যা পীঠ ময়দানে আরেকটি সমাবেশ। কিন্তু দুপুর থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি এবং বজ্রপাতের ফলে অভিষেকের পক্ষে সমাবেশস্থলের কাছে হেলিপ্যাডে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। ফলস্বরূপ, জনসমাবেশ বন্ধ করতে হয়েছিল, তবে পুরো প্রচারমূলক সভা বাতিল করা হয়নি। বিপত্তি সত্ত্বেও, দলীয় প্রার্থীদের হয়ে ভার্চুয়ালি প্রচার চালায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Leave a Reply