নিউজ ডেস্ক : তালিবানদের একের পর এক ফরমান, নারীদের স্বাধীনতা ক্ষুন্ন করেছে। বিশ্বজুড়ে শুরু হয়েছে নিন্দা। এমনকি তালিবানদের বিরুদ্ধে মুখ খুলেছেন মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আফগান জনগণের জন্য ধ্বংসাত্মক হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন টুইটারে তালিবানের নিন্দা করে জানিয়েছে, বিশ্বব্যাপী মানবিক কার্যক্রমের কেন্দ্রে নারীরা। আফগানিস্তানে নারীদের কর্ম সংক্রান্ত তালিবানদের এই সিদ্ধান্ত আফগান জনগণের জন্য ধ্বংসাত্মক হতে পারে।
সম্প্রতি আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে তালিবানরা। তা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার তালিবানদের পক্ষ থেকে বেসরকারী সংস্থায় মহিলাদের নিয়োগ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply