নিউজ ডেস্ক: তিথি এবং নিয়ম মেনে মা লক্ষ্মী ও কুবেরের পুজো করা হয় ধনতেরাসের দিন। মূলত ধন, সম্পত্তি, সৌভাগ্য বৃদ্ধির জন্য সোনা বা যেকোনো ধাতু কেনার চল এদিন। এন চন্দ্র জুয়েলার্সে ঢুকতেই মানুষের সেই উপচে পড়া ভিড় নজর কাড়ল। এন চন্দ্র জুয়েলার্স কলকাতার বুকে এক বিখ্যাত সোনার দোকান হিসেবে পরিচিত। ধনতেরাস এবং বিয়ের মরশুমের আগে দোকান সাজলো নানা আকর্ষণীয় অফারে।
দোকানের কর্মচারী জানান, এবছর তাঁরা বিয়ের মরসুম উপলক্ষ্যে গয়না ইতিমধ্যেই বানিয়ে ফেলেছেন। বিয়ের যাবতীয় গয়না সেখানে পাওয়া যাবে। হলমার্ক গয়না এবছর এন চন্দ্র জুয়েলার্সে পাওয়া যাবে ৩ গ্রাম থেকে শুরু করে ৫০ গ্রাম পর্যন্ত। এছাড়াও সবরকম গয়নায় থাকছে ৪০ শতাংশ অবধি ছাড়। প্রত্যেক ক্রেতার জন্য থাকছে প্রত্যেক কেনাকাটায় একটি করে আকর্ষণীয় উপহার। তবে কী সেই উপহার তা জানতে গেলে দোকানে এসে কিনতে হবে গয়না। তবেই উত্তর মিলবে।
আরও পড়ুন: চাকরি প্রার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের অভিযোগে পথে নামলেন বিশিষ্টজনেরা
এন চন্দ্র জুয়েলার্সের ম্যানেজার রঞ্জিত জানান, “দুবছরের করোনা অতিমারি কাটিয়ে মানুষ এবার নির্ভয়ে কেনাকাটা করছে। যার জন্য এবার ভিড়ও অনেক বেশি।” তাঁরা এও জানিয়েছেন, এবারের মানুষের সোনা কেনার এমন চাহিদা দেখে, যাতে মানুষ ধীরে সুস্থে অফার নিয়ে কেনাকাটা করতে পারে, তার জন্যে এন চন্দ্র জুয়েলার্স তাঁদের অফার বাড়িয়েছে ডিসেম্বর মাস অবধি। এই অফারে সাধারণ মানুষ খুবই খুশি। তাই ভিড়ের জোয়ারে সেজেছে এন চন্দ্র জুয়েলার্স।
Leave a Reply