সাদা ধোঁয়ায় ঢেকেছে ধাপার আকাশ, চোখ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় অতিষ্ঠ এলাকাবাসী

নিউজ ডেস্ক : ধাপার জঞ্জাল থেকে দূষণের মাত্রা বেড়েই চলেছে প্রতিনিয়ত। তাতেই টেকা দায় হয়ে পড়েছে নিকটবর্তী আবাসনের বাসিন্দাদের। এরই মধ্যে এবার গোদের ওপর বিষফোঁড়া ধাপার ধোঁয়া। বিকালে সাদা ধোঁয়ায় ঢেকে যায় ধাপার ওপরের আকাশ। ইএম বাইপাস থেকেই দেখা যায় এই ধোঁয়া। বাসিন্দাদের অভিযোগ, সাদা ধোঁয়ায় অনেকেরই চোখ জ্বালা ও শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়েছে।

কলকাতায় উৎপন্ন প্রায় পুরো বায়োডিগ্রেডেবল বর্জ্যই ফেলা হয় ধাপায়। এই বর্জ্যের খুব সামান্য অংশই বায়ো সিএনজি এবং সার তৈরিতে ব্যবহৃত হয়। বর্জ্য প্রক্রিয়াকরণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ধাপায় যে ধোঁয়া দেখা গেছে তা মিথেন গ্যাস পোড়ার ফলে তৈরি হয়েছে।বায়োডিগ্রেডেবল বর্জ্য যেমন, ফল, শাকসবজি, রান্না করা খাবারের অবশিষ্টাংশ, ফুল ও পাতার বর্জ্যের ওপর একের পর এক স্তর পড়ায় এবং দীর্ঘসময় এই বর্জ্য বাতাসের সংস্পর্শে না আসার ফলে এই গ্যাস তৈরি হয়।

আরও পড়ুন: Karnataka Hijab Ban Verdict: হিজাব রায়ে দ্বিমত দুই বিচারপতির, মামলা গড়াল উচ্চতর বেঞ্চে

দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (টেরি) বর্জ্য প্রক্রিয়াকরণ বিভাগের পরিচালক সুনীল পান্ডে জানিয়েছেন, ‘ধাপায় হয়তো কেউই আগুন জ্বালায়নি। মিথেন গ্যাস বাতাসের সংস্পর্শে এসে নিজে থেকেই জ্বলে উঠেছে বলেই অনুমান করা হচ্ছে।’ নিকটবর্তী আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, ‘চোখ এবং নাকে জ্বালা অনুভব করছি। কয়েকজনের শ্বাসকষ্টের সমস্যাও দেখা গেছে।’ এরপরই এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তার আশ্বাস দিয়ে কেএমসির একজন আধিকারিক জানিয়েছেন, শীঘ্রই শহর জুড়ে বর্জ্য আলাদা করে, তা নষ্ট করার ব্যবস্থা চালু করা হবে।

আরও পড়ুন: আইটি অ্যাক্টের ৬৬এ ধারায় আর দায়ের করা যাবেনা মামলা, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের