RG Kar Protest

RG Kar Protest: ‘ধর্মতলার ধর্ণার আবেদনে সাড়া দেওয়া যাচ্ছে না’, স্পষ্ট বার্তা কলকাতা পুলিশের

ইউ এন লাইভ নিউজ: আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার বিচারের প্রতিবাদে এবং হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা-সহ একাধিক দাবিতে আন্দোলন চলছে। এই প্রেক্ষাপটেই শুক্রবার রাতে বৈঠকের পরে শনিবার সকাল থেকেই কর্মবিরতি তুলে নিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। পরিবর্তে তাঁরা শুক্রবার রাত থেকে কলকাতার ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে ধর্নায় বসেছেন বলে জানা গিয়েছে। রাতেও এই কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁরা কলকাতা পুলিশের কাছে ইমেল করেছিল।

শনিবার সেই ইমেলের জবাব দিয়েছে লালবাজার। তবে সেই জবাব ইতিবাচক নয় বলেই জানিয়েছে জুনিয়র চিকিৎসকরা। দিন হোক বা রাত, ধর্মতলায় অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না বলেই কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে ডাক্তারদের। পুলিশের বক্তব্য, পুজোর আগে এই সময়ে ধর্মতলা এলাকায় ভিড় বেশি থাকে ফলে যানজটের মুখে পড়তে হয় জনসাধারণকে। পুজো উপলক্ষে মহালয়ার দিনও অভাবনীয় জনস্রোত দেখা গিয়েছে ধর্মতলায়। তাই সেখানে অবস্থান কর্মসূচি চললে সাধারণ মানুষের সমস্যা হবে। ধর্মতলায় যান চলাচল নিয়ন্ত্রণেও সমস্যা হতে পারে। সেই কারণেই ডাক্তারদের কর্মসূচিতে অনুমতি দেওয়া যাচ্ছে না বলেই জানিয়েছে কলকাতা পুলিশ।

সূত্রের সাহায্যে জানা গিয়েছে, লালবাজার থেকে ডাক্তারদের কাছে যে ইমেল গিয়েছে, তাতে বলা হয়েছে, ‘শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটে ধর্মতলায় ধর্না এবং অনির্দিষ্টকালের জন্য অনশনের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। ট্র্যাফিকের দিকটি মাথায় রেখে সেই আবেদনে সাড়া দেওয়া যাচ্ছে না। এই কর্মসূচির জন্য সাধারণ মানুষের সমস্যা হতে পারে। রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হতে পারে। পুজোর মুখে ধর্মতলা এলাকায় প্রচুর মানুষ কেনাকাটা করতে যাচ্ছেন। পুজোর প্রস্তুতি পর্বে এখন প্রতি দিনই সেখানে খুব ভিড় হচ্ছে। এ ছাড়া, বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া শুরু হয়ে গিয়েছে। তাই পুজোর আগে এই কর্মসূচিতে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে।’