অশোক, থারুরের পর এবার দিগ্বিজয়, কংগ্রেসের সভাপতি পদে কি এবার ত্রিমুখী লড়াই!

নিউজ ডেস্ক: কংগ্রেস সভাপতি নির্বাচনে এবার কি ত্রিমুখী লড়াই! শশী থারুর, অশোক গেহলতের পরে এবার উঠে আসছে দিগ্বিজয় সিং-এর নাম। মরু রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলত আগেই জানিয়েছিলেন তিনি কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হলেও মুখ্যমন্ত্রীর পদ থেকে সরছেন না। চাইলে তিনি একাধিক পদে থেকেও দায়িত্ব সামলাতে পারেন।  

বুধবার গেহলত বলেন, আমরা রাহুলজিকেই কংগ্রেস সভাপতি চাই। কিন্তু তিনি যদি নিজে ভোটে লড়তে না চান, তবে আমি মনোনয়ন জমা দিতে পারি।

বুধবার দিল্লি এসেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। এদিনই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে গেহলতের। অন্য দিকে, কংগ্রেস সভাপতি নির্বাচনে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন শশী থারুর।

গেহলত কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার পরেও রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ ধরে থাকেন কি না, তা নিয়ে দলের অন্দরে ভিন্নমত রয়েছে। মঙ্গলবার রাতে রাজস্থানের কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠক করেন গেহলত। সেখানে অধিকাংশ বিধায়কই তাঁকে সমর্থন জানিয়েছেন।

গেহলত জানিয়েছেন, তিনি সভাপতি ভোটে মনোনয়ন দিলে রাজস্থানের কংগ্রেস বিধায়কেরাও দিল্লি আসবেন। তবে ওই বৈঠকে সচিন পায়লট হাজির ছিলেন না।

আরও পড়ুন: শিশুহত্যার ঘটনায় বোলপুরে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

কংগ্রেসের সূত্রের দাবি, অশোক গেহলত দলের সভাপতি পদে নির্বাচিত হলেও রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে নারাজ। তবে এক ব্যক্তি এক পদ মেনে নিয়ে যদি তাঁকে মুখ্যমন্ত্রীত্ব ছাড়তে হয়, তাহলে নিজের অনুগত কাউকে বসাতে চান তিনি।