পিছিয়ে গেহলত, দিগ্বিজয় কি হয়ে উঠছেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ প্রার্থী

নিউজ ডেস্ক: কংগ্রেসের সভাপতি পদের দৌড়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে পারেন তিনি।  দৌড়ে আছেন শশী থারুর। যে অশোক গেহলতকে এক সময় রাহুল সনিয়ার প্রার্থী মনে করা হচ্ছিল, সভাপতির দৌড়ে তিনি বেশ পিছিয়ে পড়েছেন। শেষ পর্যন্ত তিনি মনোনয়ন জমা দেবেন কি না তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সনিয়া এবং রাহুল কংগ্রেসের সভাপতি পদের দায়িত্ব নিতে রাজি না হওয়ায় এগিয়ে আসেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। তিনি গান্ধী পরিবার ঘনিষ্ঠ বলে পরিচিত। বর্তমানে অশোক গেহলত রাজস্থানের মুখ্যমন্ত্রী। কংগ্রেসের এক ব্যক্তি এক পদ নীতি অনুযায়ী অশোক গেহলত কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলে তাঁকে ছাড়তে হবে মুখ্যমন্ত্রীর পদ। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে নারাজ গেহলত।

পরে গেহতল রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি হলেও এক শর্ত দিয়ে রাখেন। অশেক গেহলত বলেন, তাঁর পছন্দের কাউকে রাজস্থানের মুখ্যমন্ত্রী করতে হবে। কিন্তু তাঁর এই প্রস্তাবের পক্ষেও আশানুরূপ কোনও উত্তর দেননি রাহুল। উল্টে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদের জন্য উঠে আসে সচিন পাইলটের নাম। মুখ্যমন্ত্রী হিসেবে সচিন পাইলটকে মানতে রাজি নয় রাজস্থান কংগ্রেসের গেহলত অনুগামীরা।

আরও পড়ুন: হাইকোর্টে অনুব্রতর স্বস্তি, সম্পত্তির হিসেব নিয়ে নিজামপ্যালাসে সুকন্যা

এই পরিস্থিতিতে দলের অন্দরে প্রশ্ন উঠছে তাহলে এবার কংগ্রেসের, বিশেষ করে রাহুল সনিয়ার বিশ্বস্ত প্রার্থী কে হবেন? এই প্রশ্নের জবাবেই উঠছে দিগ্বিজয় সিং-এর নাম!