নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গে বাতিল হয়েছে জনপ্রিয় গায়ক অরিজিৎ-এর শো। আর তা নিয়েই উত্তাল রাজ্য রাজনীতি। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি আবাস যোজনা ইস্যুতেও রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন।
বৃহস্পতিবার সকালে নিজের লোকসভা কেন্দ্র খড়গপুরে চা-চক্রে যোগ দিয়ে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে না থাকলে করে খাওয়া বন্ধ হয়ে যাবে। শুধু অরিজিৎ সিং নয়, যারা তৃণমূলের সঙ্গে নেই বেছে বেছে তাদের প্রত্যেকের শো বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবেই বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল।
ঝাড়খণ্ডের জনপ্রিয় ইউটিউবার ইশা আলিয়া ওরফে রিয়া কুমারীর হত্যা প্রসঙ্গে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন দিলীপ ঘোষ। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, রাজ্যে প্রকাশ্যে খুন হচ্ছে, দিদি কোথায় রয়েছেন? সরকার কি ঘুমোচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। প্রকাশ্যে গুলি চালানো হচ্ছে। বোমা বন্ধুক উদ্ধার হচ্ছে। রাজ্য সরকারও কোনও কিছু করছে না। সারা বাংলায় যেখানে সেখানে বোমা বারুদ বন্দুক পড়ে আছে। এটাই এখন এই রাজ্যের বর্তমান অবস্থা।
আবাস যোজনার দুর্নীতি প্রসঙ্গে দিলীপ বলেন, আবাস যোজনার জন্য দিল্লি থেকে কোটি কোটি টাকা আসছে। কিন্তু, গ্রাম বাংলায় বাড়ি তৈরি হচ্ছে না। তৃণমূলের লোক হলে তবেই মিলবে আবাস যোজনার বাড়ি। কেন্দ্রের সঙ্গে রাজ্যের তালিকার ফারাক হচ্ছে কীভাবে? আবাস যোজনা দুর্নীতি নিয়ে বিজেপি আন্দোলন করছে। BDO অফিসও ঘেরাও করা হচ্ছে, আগামী দিন এই আন্দোলনকে আমার অন্য পর্যায়ে নিয়ে যাব।
তিনি আরও বলেন, ‘১০০ দিনের কাজের টাকা লুট হয়ে যাচ্ছে। কোনও কাজ হচ্ছে না। রাজ্য টাকা খরচ করতে ব্যস্ত। টাকা লুট আটকাতে কেন্দ্র পদক্ষেপ করছে।’ অন্যদিকে, করোনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, করোনা নিয়ে সাবধান থাকতে হবে। নতুন করে সংক্রমণ বাড়ছে। ভিড়ে গেলে অবশ্যই মাস্ক পরে থাকা দরকার। যাঁরা এখনও বুস্টার ডোজ় নেননি, তাঁদের দ্রত নেওয়া উচিত।
আরও পড়ুন : সরাসরি মস্তিষ্ক ক্ষতিগ্রস্থ হবে করোনার নতুন ভ্যারিয়েন্টে, দাবি বিজ্ঞানীদের
Leave a Reply