সুকান্তর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলীপকে দরাজ সার্টিফিকেট ভারতীর

নিউজ ডেস্ক: “বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ ছিলেন উপযুক্ত। রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের দায়িত্ববোধ ছিল প্রশংসনীয়।” সম্প্রতি বিজেপির এক হোয়াটসঅ্যাপ গ্রুপে কথোপকথনের এমনই স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে। যেখানে ভারতী ঘোষ দরাজ সার্টিফিকেট দিয়েছেন দিলীপ ঘোষকে। পরোক্ষ ভাবে প্রশ্ন তুলেছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যোগ্যতা নিয়েও।

জেপি নাড্ডা বঙ্গে পা রাখার আগেই সামনে এসেছে বঙ্গ বিজেপির গোষ্ঠী কোন্দল। ৩০ ডিসেম্বর ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর সূচনা হয়। দলের জাতীয় মুখপাত্র ভারতী ঘোষের অভিযোগ, ভিআইপি তালিকায় নাম থাকলেও তাঁরা কেউই কার্ড পাননি। এরপরেই হোয়াটসঅ্যাপে তিনি লেখেন,’  কখনও ব্যক্তিগত ভাবে ফোন করে আবার কখনও জানিয়ে দিয়েছেন, অমুক অমুক কার্যকর্তার কাছে কার্ড রয়েছে। হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠিয়ে দিতেন। কোথাও কোনও সমস্যা হতো না।’

হাওড়া স্টেশনে ওই দিন অনুষ্ঠানের আমন্ত্রণ সহ যাবতীয় দায়িত্ব ছিল রাজ্যের সাধারণ সম্পাদক ও বিধায়ক অগ্নিমিত্রা পলের উপর। দলীয় এক নেতার থেকে ভারতীর ক্ষোভের কথা শুনে বিষয়টির খোঁজ নেন অগ্নিমিত্রা। তারই ভিত্তিতে ঘটনার ১০ দিন পরে, ভারতীকে তিনি জানান, তাঁর ক্ষোভের বিষয়ে খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, রাজ্য বিজেপির কল সেন্টার থেকে তাঁকে ফোন করেও যোগাযোগ করা যায়নি। তবে, একইসঙ্গে আমন্ত্রণ জানাতে না পারার জন্য তিন দুঃখপ্রকাশ করেছেন। এই ঘটনায় রাজনৈতিক মহল মনে করছে অগ্নিমিত্রার এই সাফাইয়ের জেরেই পাল্টা তোপ ভারতীর।