Dilip Ghosh

Dilip Ghosh: কমিশন থেকে শোকজ হওয়ার পরেও নির্বিকার দিলীপ, “ঝড় হলেই টিএমসির পোয়াবারো” মন্তব্য দিলীপের

ইউ এন লাইভ নিউজ: সোমবার অর্থাৎ ১ এপ্রিল কমিশন থেকে শোকজ করার পরেও দিলীপ ঘোষ নির্বিকার। কিছুরই যে তিনি ধার ধারেন না, আবার প্রমাণ করলেন দিলীপ ঘোষ। সোমের পর মঙ্গলেও স্বমহিমায় তিনি। এদিন প্রচারে বেরিয়ে বললেন, “ঝড় হলেই টিএমসির পোয়াবারো। যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে।”

মঙ্গলবার বর্ধমানের টাউন স্কুল মাঠে প্রাত:ভ্রমণে যান বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এরপর বাদামতলার একটি চায়ের দোকানে চা-চক্র বসান। তারপরেই দেখা গেল তাঁর চেনা মেজাজ। বললেন, “ওরা চায় বন্যা হোক, ঝড় হোক। তাহলেই কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার মানুষের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ানোর এবং ক্ষতিপূরণ দিয়ে জীবনে ফিরিয়ে আনা। আমরা বিরোধী পার্টি। আমরা লোকের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় এত টাকার ফিরিস্তি শোনায় কিন্তু সে টাকা মানুষের কাছে পৌঁছোয় না। আয়লা-আমফানে টাকা এল, অথচ গেল তৃণমূলের নেতা ও তাদের আত্মীয়দের পকেটে। যার বাড়ি ভেঙেছে সে কিছু পেল না। এবার যেন তা না হয়।”

দিলীপ ঘোষের এই মন্তব্যের কড়া সমালোচনা করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিত্‍ দাস। তিনি বলেন, “উনি অমানবিক। তাই ঝড় বৃষ্টি নিয়ে এরকম মন্তব্য করছেন। যিনি মানবিক তিনি কাজ করছেন, আমাদের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দিলীপ ঘোষের শেখা উচিত।” মহম্মদ সেলিম জিতবে বলায় এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বলেন, “উনি জিতবেন কী। উনি তো মহম্মদ সেলিমের ওকালতি করছেন। নিজের ঠিকানা নেই। উনি বহরমপুর কেন্দ্র দেখুন। উনি জিতলে অনেক কিছু হবে, না হলে পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস জিরো হয়ে যাবে।”