Howrah: হাইকোর্টের নির্দেশ অমান্য! সারারাত বক্সে কাওয়ালি বাজালো হাওড়ার এক ক্লাব

  • ইউ এন লাইভ নিউজ ডেস্ক: রাত ১০ টার পর মাইক বা বক্স চালানো যায় না। সম্প্রতি পুলিশ এবং পশ্চিমবঙ্গ প্রশাসনকে বিষয়টি সম্পর্কে অবহিত করতে পাবলিক নোটিশ জারি করা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে। কখন, কতক্ষণ মাইক বাজানো যাবে, তাও উল্লেখ করা হয়েছিল ওই নোটিশে। তবে হাইকোর্টের এই নোটিশকে উপেক্ষা করে রাজ্য প্রশাসনের অক্ষমতাকে ফের একবার প্রকাশ্যে নিয়ে এল হাওড়ার দানেশ শেখ লেন স্পোর্টিং ক্লাব!

২৩ জানুয়ারি মঙ্গলবার, পাড়া প্রতিবেশী এবং স্থানীয় সাধারণ মানুষদের শারীরিক অসুবিধার কথা না ভেবেই রাত ১০টা র পরও রাস্তার উপর বাজল বক্স। চলল বাইরে থেকে আনা কাওয়ালি শিল্পিদের গানের অনুষ্ঠান। স্থানীয় শুভবুদ্ধি সম্পন্ন জনসাধারণের দাবি, সারারাত বক্স কোনও মতেই বাজানো উচিত নয়। এই বক্স বাজানো হলে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাই সারা রাত ধরে বক্স বাজানো একেবারে বন্ধ করা প্রয়োজন। তবে এলাকার স্থানীয় মানুষদের এই দাবিতে কান দেয়নি হাওড়ার দানেশ শেখ লেন স্পোর্টিং ক্লাব। ক্লাব সভাপতি নাসিরুদ্দিন আহমেদ এবং সম্পাদক মাসুদ মণ্ডলের আয়োজিত এই খাজা মঈনুদ্দিন চিস্তির স্মরণে বিরাট কাওয়ালি অনুষ্ঠান গোটা এলাকা কাঁপিয়ে বেজে চলে ভোরবেলা অবধি।

বাংলার বারো মাসে তেরো পার্বণ। আর সেই অনুষ্ঠানে জোরে বক্স বাজানোর বিষয়টা আজকের অভ্যাষ নয়। বিয়ে হোক কিংবা পুজো, এমনকি পাড়ার রক্ত শিবিরও কম যায় কীসে। সর্বত্রই জোরে মাইক বাজানোর অভিযোগ উঠে আসে। এদিকে দশটা দূষণের মতো শব্দ দূষণও যে ক্ষতিসাধন করে, তা অনেকক্ষেত্রেই মানুষের নজর এড়ায়। প্রশাসন তো বটেই, এমনকি পরিবেশবিদরাও মনে করান বারাবার।

তবে সারাবছরের মধ্যে শীতকালে সবথেকে বেশি শব্দ ছড়িয়ে পড়ে। এদিতে সারাবছরই কম বেশি পরীক্ষা হতে থাকে। বিশেষ করে শহরাঞ্চলে মাইক বা বক্স বাজলে, প্রতিফলিত হয়ে, দ্রুত তা বিল্ডিংয়ের মধ্যে ঘোরাফেরা করে। স্বাভাবিকভাবেই যেহেতু পাশাপাশি ঘর, তাই শব্দদূষণে শরীরে প্রভাবও পড়ে। অনেকেই অতিরিক্ত আওয়াজে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন।