Milk Cake Recipe

Milk Cake Recipe: বাসি রুটি দাঁতে কাটতে ইচ্ছে করেনা? তাহলে রুটি দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপি

ইউ এন লাইভ নিউজ: অনেক মানুষই রাতে রুটি খান আবার অনেকে ভাতও খান। যারা রুটি খান তাঁদের বাড়িতেঅনেক সময়ই বাসি রুটি থেকে যায়। পরের দিন সকালে আর ওই বাসি রুটি দাঁতে কাটতে ইচ্ছে করেনা। সে যতই সঙ্গে পছন্দের যে কোনও সব্জি বা মাংস থাকুক না কেন। বাসি রুটি দাঁতে কাঁটতে খুবই অরুচি লাগে। তাই বলে, বাসি রুটি তো আর ফেলে দেওয়া যায় না। তবে আপনি কী জানেন এই বাসি রুটি দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারেন সুস্বাদু প্রাতরাশ কিংবা বিকেলের নাস্তা। রুটি নুডল্‌স, রুটি ট্যাকোজ়, রুটি রোল, নাচোজ় আরও কত কী! তবে বাসি রুটি দিয়ে সুস্বাদু মিষ্টির পদও বানানো যায়। তাই বাসি রুটি দিয়েই এ বার বানিয়ে ফেলুন মিল্ক কেক। রইল সহজ রেসিপি।

উপকরণ:

৫টি বাসি রুটি

পরিমাণ মতো দুধ

১ কাপ চিনি

১ চা চামচ এলাচ গুঁড়ো

২ টেবিল চামচ ঘি

পরিমাণ মতো সাদা তেল

প্রণালী:

প্রথমে বাসি রুটিগুলি ডুবো তেলে কড়া করে ভেজে নিয়ে টিস্যু পেপারের উপর রেখে দিন। এ বার টিস্যু পেপার রুটির ওই তেল টেনে নিলে আর রুটিগুলি ঠান্ডা হয়ে গেলে সেগুলি মিক্সিতে গুঁড়ো করে নিন। মিশ্রণটি যেন খুব মিহি হয় দানা দানা জেনপি না থাকে সে দিকে নজর রাখুন। ননস্টিক পাত্রে চিনি দিয়ে কিছুক্ষনপর তা গলে গিয়ে বাদামি রং এসে গেলে তাতে গাঢ় করা দুধ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তার পর রুটির গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন। প্রয়োজনে খানিকটা দুধ দিতে পারেন। এবার মিশ্রণে পাক ধরে এলে উপর থেকে মিশিয়ে নিন ঘি। ঘি দিয়ে মিনিট দুয়েক রেখে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। একটি থালায় বাটার পেপার দিয়ে তার উপর মিশ্রণটি ঢেলে দিন। এরপর ওই মিশ্রণটি ফ্রিজে রাখুন ঘণ্টা খানেক। ঘন্টা খানেক পরে তা জমাট বেঁধে গেলে উপর থেকে কাজুবাদাম-পেস্তা কুচি ছড়িয়ে চৌকো আকারে কেটে পরিবেশন করুন মিল্ক কেক।