নিউজ ডেস্ক: একের পর এক চমক। দীপাবলিতে বিশ্ব রেকর্ড গড়েই এবার রাম মন্দিরের দরজা খোলার পথে অযোধ্যা। জোরকদমে চলছে রাম মন্দির নির্মাণের কাজ। ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যেই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দির, এমনই জানিয়েছেন মন্দির নির্মাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই।
মঙ্গলবার রাম জন্মভূমি কমপ্লেক্সে মন্দির নির্মাণের অগ্রগতি সম্পর্কে চম্পত রাই জানিয়েছেন, এখনও পর্যন্ত মন্দির নির্মাণের ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের শেষের দিকে রাম মন্দিরের নিচতলা প্রস্তুত হয়ে যাবে। ২০২৪-এর জানুয়ারি থেকেই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। তার আগে মূল কাজ রামলালার মূর্তি মূল মন্দিরে স্থাপন করা।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, ২০২৪-এর মকর সংক্রান্তির দিন রামলালার মূর্তি স্থাপন করার পরিকল্পনা রয়েছে। রাম মন্দির নির্মাণে আনুমানিক ১,৮০০ কোটি টাকা ব্যয় করা হবে। এখনও পর্যন্ত অষ্টভুজাকার শ্রী রাম মন্দিরের নৃত্য মণ্ডপ, গুহ্য মণ্ডপ ও মহাপীঠ প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, গর্ভগৃহের কাজও ৩০ শতাংশ সম্পন্ন হয়েছে। শীঘ্রই রাম মন্দিরের প্রাচীর নির্মাণের কাজও শুরু হতে চলেছে। রাম মন্দির থেকে ২৭ মিটার দূরে মন্দিরকে ঘিরে তৈরি হবে পার্ক। মূল মন্দির ছাড়াও সেখানে আরও ছয়টি মন্দির তৈরি করা হবে। যেমন – ব্রহ্মামন্দির, সূর্যমন্দির, গণেশমন্দির, শিবমন্দির, বিষ্ণুমন্দির এবং দুর্গামন্দির।
আরও পড়ুন : ‘সরকার ফেলার চক্রান্ত’, জড়িত অশোক ভট্টাচার্য, কী প্রতিক্রিয়া বাম নেতার
Leave a Reply