মাথায় চিপ বসল মুকুলের! স্থিতিশীল জানালেন চিকিৎসকরা

নিউজ ডেস্ক: মুকুল রায় কোনদিকে সেই নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে দড়ি টানাটনি চলছিল। একুশের বিধানসা নির্বাচনের ফল প্রকাশের পরেই মুকুল তৃণমূল ভবনে গিয়ে ঘাস-ফুলের উত্তরীয় পড়েছিলেন। তারপরেই বিজেপির পক্ষ থেকে বলা হয়, তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। তারপরেই তার বিধায়ক পদ খারিজ করা নিয়ে আদাজল খেয়ে নামে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। জল গড়ায় বিধানসভার স্পিকার পর্যন্ত। বিমান বন্দ্যোপাধ্যায় জানান, মুকুল বিজেপিতেই রয়েছে। তাঁর দল বদলের কোনও প্রমাণ পাওয়া যায়নি। সেই মুকুল রায়ের মাথায় এবার বসল চিপ।

দীর্ঘদিন ধরেই তিনি স্নায়ু রোগে ভুগছিলেন মুকুল রায়। তাঁকে সুস্থ করতে এবার মাথায় চিপ বসালেন চিকিৎসকরা। বাইপাসের এক বেসরকারি হাসপাতালে বিধায়কের মাথায় অস্ত্রপচার হয়েছে। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলেই হাসপাতাল সূত্রের খবর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্নায়ুরোগের পাশাপাশি মুকুল রায়ের মাথায় জল জমেছিল। তাঁকে সুস্থ করতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। মার্চ মাসে অস্ত্রোপচার দিন ঠিক করেছিলেন চিকিৎসকরা। সেই অপারেশন সফল হয়েছে।