Hair Care Tips

Hair Care Tips: বর্ষায় চুলে স্যাঁতস্যাঁতে গন্ধ? চুল আঠালো হয়ে যাচ্ছে? কী করলে রেহাই পাবেন

ইউ এন লাইভ নিউজ: চুল পড়ার সমস্যায় তো প্রায় কমবেশি সকলেই ভোগে। তার উপর যদি বর্ষাকাল তাহলে তো শিরে সংক্রান্তি। বর্ষায় চুল পড়ার সমস্যা তো বাড়েই, তার উপর হয় ভিজে চুলে স্যাঁতসেঁতে গন্ধ। বৃষ্টির দিনে শ্যাম্পু করার পরে চুল শুকোতে সমস্যা তো হয়ই। এর পর যদি চুল বেঁধে বাইরে বেরোন বা সারা ক্ষণ চুল বেঁধে রাখেন, তা হলে চুলে গন্ধ হবেই। সেই সঙ্গেই চুল রুক্ষ ও আঠালো হয়ে যাবে। তাই বর্ষায় ত্বকের যত্নের সাথে সাথে নিতে হবে চুলেরও যত্ন। জানুন উপায়-

চুলের গন্ধ দূর হবে কী করে?

১) চুলের গন্ধ দূর করতে পারে গোলাপ জল। স্প্রে বোতলে ভরে সঙ্গে রেখে দিন। চুল থেকে গন্ধ বেরোলেই মাথায় স্প্রে করে দেবেন। এসেনশিয়াল অয়েলও কার্যকরী হতে পারে। জলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার, জ্যাসমিন বা রোজ়মেরি অয়েল মিশিয়ে চুলে স্প্রে করে নিন। তবে যদি এলার্জির সমস্যা থাকে তাহলে এসেনশিয়াল অয়েল কম ব্যবহার করাই ভালো।

২) অ্যাপেল সিডার ভিনিগারেও কাজ হয়। এক গ্লাস জলে দু’চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে নিন। তার পর সেই জল দিয়ে চুল ধুয়ে নিন। এটি করলেও মাথার তালু ও চুলের দুর্গন্ধ দূর হবে।

৪) লেবুর রস বর্ষায় চুলের গন্ধ দূর করার মোক্ষম উপায়। এক গ্লাস জলে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে সেই জল দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এতে মাথার চালুতে চুলকানি, খুশকির সমস্যাও দূর হবে।

About Anannya Chakraborty

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *