Jahar Sarkar

RG Kar Protest: “এভাবে মানুষের কষ্ট বাড়াবেন না”, ডাক্তারদের কর্ম বিরতির পাল্টা জহর সরকার

ইউ এন লাইভ নিউজ: আরজি করের ঘটনার প্রতিবাদে তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন জহর সরকার। মঙ্গলবার প্রতিবাদীদের মিছিলেও হেঁটেছিলেন তিনি। এবার নিজের ইস্তফার প্রসঙ্গ উল্লেখ করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানালেন প্রাক্তন সাংসদ-প্রাক্তন আমলা। জহর সরকার মনে করিয়ে দিলেন, “এভাবে কর্মবিরতি জারি রেখে মানুষের কষ্ট বাড়াবেন না।”

আরজি করের বিচার এবং নিরাপত্তা সংক্রান্ত দাবিতে তিনি যে আন্দোলনকারীদের পাশে রয়েছেন, টুইটে লিখলেন সেকথাও। টুইটে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে জহর লিখেছেন, প্রিয় ডাক্তাররা আপনাদের আন্দোলনের সঙ্গে আমিও আছি। তাই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি। তবে এবার কাজে ফিরুন, এভাবে মানুষের কষ্ট বাড়াবেন না।” বস্তুত, রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। তার ওপর পুজোর মরসুম। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে গরিব মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন। টুইটে সেটাই স্পষ্ট করতে চেয়েছেন জহর।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছিলেন জহর। লিখেছিলেন, ‘মাননীয়া মহোদয়া, বিশ্বাস করুন এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি, এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশিশক্তির আস্ফালন। আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনও দেখিনি।’ এও লিখেছিলেন, ‘আমি গত একমাস ধৈর্য ধরে আর জি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি আপনি কেন সেই পুরানো মমতা ব্যানার্জীর মত ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না।’