নিউজ ডেস্ক: মঙ্গলবারের নবান্ন অভিযানে সারাদিন ধরেই চলেছে শুভেন্দু অধিকারীর ‘টাচ’ ইস্যু। মহিলা পুলিশ তাঁকে ‘টাচ’ করতে পারেননা, এমন বক্তব্যই ছিল শুভেন্দুর। যে মহিলা পুলিশের সঙ্গে এই ইস্যুটি তৈরি হয় তাঁর নাম ক্রিস্টিনা মেরি। সহকর্মীদের কাছে তিনি মেরি ম্যাডাম নামেই পরিচিত। বুধবার সকাল থেকে বন্ধ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ক্রিস্টিনার ফোন।
গেরুয়া শিবির মনে করছে মেরি ম্যাডাম প্রচারের আড়ালে থাকার জন্যেই নিজে কোথাও গা ঢাকা দিয়েছেন। কারণ তিনি জানেন, মঙ্গলবার থেকে তিনি জড়িয়ে গিয়েছেন একটি বিতর্কের মধ্যে। বিজেপির অভিযোগ কলকাতা পুলিশ শুভেন্দুকে শ্লীলতাহানির মামলায় ফাঁসানোর ছক কষেছিল।
ক্রিস্টিনা মেরির সহকর্মীরা বলেন, পরিস্থিতি সামাল দিতে গিয়ে শুভেন্দুকে ‘টাচ’ করে মেরি ম্যাডাম কোনো ভুল করেননি। তাঁরা আরও জানান, ওপরতলার নির্দেশ এই নিয়ে কেউ কোনো কথা বলতে পারবেন না। সেই কারণেই কার্যত মঙ্গলবার দুপুর থেকেই বন্ধ মেরির ফোন। তাঁদের কথায়, ‘‘কোনও ভুল মেরি ম্যাডাম করেননি। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার সময়ে কে নারী, কে পুরুষ- ভাগ করা উচিত নয়। নিয়ম অনুসারে কোনও মহিলার গায়ে পুরুষ পুলিশকর্মী হাত দিতে পারেন না। কিন্তু আইনের কোথাও বলা নেই, কোনও পুরুষকে আটক করার সময়ে মহিলা পুলিশ এগিয়ে যেতে পারবেন না।’’
আরও পড়ুন: আমায় জামিন দিন, বাঁচতে দিন, বলেই কেঁদে ফেললেন পার্থ
অভিযানের ‘টাচ’ ইস্যুতে শুভেন্দুর পাশে রয়েছেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। মেরির সহকর্মীদের নীতি মানতে একেবারেই নারাজ ভারতী। তিনি মনে করেন ‘‘কার কী করা উচিত, সেটা জানার জন্য আইন কী কারণে তৈরি হয়েছিল, সেটা সবার আগে ভাবা উচিত। মহিলা পুলিশবাহিনী যখন তৈরি হয়েছিল, তখন তার উদ্দেশ্য ছিল অভিযুক্ত বা বিপদে পড়া মহিলাদের সুরক্ষা দেওয়া। কোনও ধর্ষিতার জবানবন্দি নেওয়ার ক্ষেত্রে সেই কারণে মহিলা পুলিশ ব্যবহার করা হয়। কিন্তু তা তৈরির নিয়মে কোথাও বলা নেই যে মহিলা পুলিশ দিয়ে কোনও পুরুষকে হেনস্থা করা যাবে!’’
আরও পড়ুন: আহতদের জন্য আরোগ্য কামনা করে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা
প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের বক্তব্য ধাক্কাধাক্কির কারণে যদি কোনো ভাবে মেরি ম্যাডামের গায়ে শুভেন্দুর হাত লেগে যেত, তখন শ্লীলতাহানির কেসে ফেঁসে যেতে হত তাঁকে অকারণে। সেই কারণেই তিনি পুরুষ পুলিশকে ডাকতে বলেন। এতে কোনো অন্যায় নেই। এদিকে কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, ‘‘ডিসি সাউথ মঙ্গলবার যা বলেছেন সেটাই ঠিক। মহিলা পুলিশ পুরুষ অভিযুক্তকে ধরতে পারবেন না বলে কোনও নির্দেশ দেওয়া নেই আইনে।’’
Leave a Reply