পশ্চিমবঙ্গের নতুন স্থায়ী রাজ্যপালের নাম ঘোষণা রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : অপেক্ষার অবসান। অবশেষে পশ্চিমবঙ্গের নতুন স্থায়ী রাজ্যপালের নাম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রাক্তন আমলা সিভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে।

রাইসিনা হিলের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে ডক্টর সিভি আনন্দ বোসকে নিয়োগ করতে পেরে আনন্দিত। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কেরল ক্যাডারের প্রাক্তন আমলা।

সিভি আনন্দ বোস কেরালার কোট্টায়ামের মানানমে জন্মগ্রহণ করেন। বিআইটিএস পিলানি থেকে পিএইচডি করেন এবং কেরালা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে এমএ করেন তিনি। পরবর্তীতে আইএএস অফিসার হন এবং তারপর জেলা কালেক্টর হিসাবে কাজ করেন তিনি। এরপর তিনি কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।

অবসর গ্রহণের পর তিনি মেঘালয় সরকারের উপদেষ্টাও হন। সিভি আনন্দ বোস, এর আগে জওহরলাল নেহেরু ফেলোশিপও পেয়েছেন। তিনি মুসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম ফেলোও হয়েছেন, যেখানে শীর্ষ সিভিল সার্ভিস অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের উন্নয়ন এজেন্ডা নির্মাণকারী ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যানও ছিলেন সিভি আনন্দ বোস। এছাড়াও তিনিগৃহ ও পরিবেশ বিশেষজ্ঞ। এমনকি একজন সুপরিচিত লেখক। তিনি উপন্যাস, ছোট গল্প, কবিতা এবং প্রবন্ধ সহ ইংরেজি, মালয়ালম এবং হিন্দিতে প্রায় ৩২ টি বই লিখেছেন তিনি। পাশাপাশি তিনি সুবক্তাও।

জগদীপ ধনকড়ের পদত্যাগ এবং উপরাষ্ট্রপতি হওয়ার পরে, মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে পশ্চিমবঙ্গের অন্তবর্তী রাজ্যপাল হিসাবে দায়িত্ব দিয়েছিলেন রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যান্য রাজ্যের মন্ত্রী এবং বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জির উপস্থিতিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তাঁকে শপথবাক্য পাঠ করান।

আরও পড়ুন : ইডির ডাকে সাড়া দিয়ে দীর্ঘ জেরার মুখে হেমন্ত