দুয়ারে সরকারের মেয়াদ বাড়াল ৩১ ডিসেম্বর পর্যন্ত

নিউজ ডেস্ক: ফের দুয়ারে সরকারের মেয়াদ বাড়াল নবান্ন। শুক্রবার নবান্ন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ডিসেম্বর মাস পুরোটাই এই পরিষেবা পাবে রাজ্যবাসী। কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছিলেন। এদিন নবান্নের তরফে ফের বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে চলবে দুয়ারে সরকার।

নতুন বছর পড়লেই রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে যাবে। তার আগে সরকারি পরিষেবা পৌঁছে দিতেই প্রশাসনের এই উদ্যোগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেপ্টেম্বর মাসে জানানো হয়েছিল দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধানের পঞ্চম দফার কর্মসূচি ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। তবে ৩০ নভেম্বর নতুন করে জানানো হয়, ৫ ডিসেম্বর পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। সমস্ত জেলাকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছিলেন, মোবাইল ভ্যানের মাধ্যমে যে পরিষেবা দেওয়া হয়, তা যেন আরও সক্রিয় করা হয়। এবার সেই মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হল।

আরও পড়ুন: প্রি-ওয়েডিং ফটোশুট দেখে অগ্নিশর্মা হাতি, খুলে নিল বরের পোশাক

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, চলতি বছরের শেষ দিন পর্যন্ত এই পরিষেবা পাবে রাজ্যবাসী। তবে সব আবেদনপত্রের নিষ্পত্তির শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর। সেই সময়সীমাও বাড়তে পারে।