FIFA World Cup 2022: আশঙ্কাই সত্যি! বাকি গ্রুপ ম্যাচে নেই নেইমার !

স্পোর্টস ডেস্ক: আশঙ্কাটা ছিলই। সেটাই সত্যি হয়ে গেল। গোড়ালির চোটের জন্য আপাতত মাঠের বাইরে কাটাতে হবে ব্রাজিল তারকা নেইমারকে। ব্রাজিল শিবির আপাতত নেইমারকে বাদ দিয়ে গ্রুপের শেষ দুটি ম্যাচের পরিকল্পনা সাজাচ্ছে।

এবারের বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ দৌড় দারুণভাবেই শুরু করেছে ব্রাজিল। তবে ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে চোট নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান ব্রাজিল দলের অধিনায়ক নেইমার জুনিয়র। এই আঘাত তাঁকে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচ খেলার অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে।

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৮০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। সাইড বেঞ্চে বসে পায়ে বরফ দিতে দেখা যায় তাঁকে। এমনকি পা ধরা অবস্থায় যন্ত্রণায় ভরা ছবিও ধরা পড়েছিল। এটাও দেখা যায় বেঞ্চে বসে মুখ ঢেকে কাঁদছেন নেইমার। এরপরই ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, নেইমারের গোড়ালি মচকে গেছে।

লাসমার জানিয়েছিলেন , ‘বিপক্ষের ডিফেন্ডারের হাঁটু সজোরে এসে নেইমারের গোড়ালিতে সরাসরি আঘাত করে। সেই ধাক্কায় গোড়ালি মচকে গেছে। তাঁর গোড়ালি অনেকটাই ফুলে যায়। তাকে প্রাথমিকভাবে মাঠেই ‘আইস প্যাক’ ট্রিটমেন্ট দেওয়া শুরু হয়। শুরু করা হবে ফিজিওথেরাপি।’ সেদিনই বলা হয়েছিল, চোটের গভীরতা বুঝতে ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগবে।

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বোঝা গেল সেই শঙ্কাই সত্যি। আপাতত ছিটকে গেলেন নেইমার। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে , সুইজারল্যান্ডের বিপক্ষে সোমবার নেইমার মাঠে নামতে পারছেন না। এছাড়াও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে যদি নেইমার সম্পূর্ণ ফিট না হন, তবে দল ঝুঁকি নিয়ে তাঁকে মাঠে নামবে না। অর্থাৎ নেইমার ছাড়া ব্রাজিলকে দুটি ম্যাচে মাঠে খেলতে দেখতে হবে। ‘জি’গ্রুপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩ ডিসেম্বর (শনিবার) ক্যামেরুনের বিপক্ষে ।

প্রশ্ন উঠেছে, তারকা ফুটবলারদের এই ধরনের চোট – আঘাত পাওয়া থেকে রক্ষা করার জন্য ফিফা নাকি তৎপর। তাহলে সেই ম্যাচে ১২ টি ফাউল করেছিল সার্বিয়া। যার ৯টি ছিল নেইমারকে আটকাতে করা ফাউল। তাহলে ম্যাচের রেফারি সার্বিয়ার ফুটবলারদের হলুদ কার্ড দেখিয়ে সতর্ক কেন করেননি? কেন কড়া হাতে এই ম্যাচ সামলাতে পারেননি?