ইউ এন লাইভ নিউজ: দুঃধর্ষী গরমের মাঝে বৃষ্টির কারণে শহরে স্বস্তি। বৃষ্টির জেরে বঙ্গে নামল তাপমাত্রার পারদ। আজ, মঙ্গলবারও জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। মঙ্গলবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, বীরভূম এবং দুই বর্ধমানে। দক্ষিণবঙ্গের এই সাতটি জেলায় বৃষ্টি হতে পারে।
তবে গুমোট ভাব না কাটলেও তাপমাত্রার পারদ কমায় মিলবে স্বস্তি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সোমবার একধাক্কায় নেমেছে কলকাতার তাপমাত্রা। এ মাসের ৫ তারিখ পর্যন্ত পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছিল। কলকাতায় ৩৮ ডিগ্রি ছুঁয়েছিল পারদ। পুরুলিয়াতে সেটা পৌঁছয় ৪১ ডিগ্রিতে। কিন্তু ৬ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হয়েছে।
মঙ্গলবার থেকে বাংলার সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরের তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১১ এপ্রিল কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দোসর হবে দমকা হাওয়া। বুধবার থেকে বাতাসে আর্দ্রতা কম থাকায় অস্বস্তিও কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Leave a Reply