নিউজ ডেস্ক: ছুটি, ছুটি আর ছুটি। ছুটির ফাঁদেই লাটে উঠছে পড়াশোনা। করোনাকালে প্রায় দুবছর বন্ধ ছিল রাজ্যের সমস্ত স্কুল। শুরু হয় অনলাইন পড়াশোনা। দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকার কারণে প্রভাব পড়ে পড়াশোনাতেও। তারপর করোনা আবহ কাটিয়ে স্কুল খুললেও আবার ছুটি। বাড়ানো হয় গরমের ছুটির মেয়াদ। ছুটি বাড়ানো নিয়ে অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন মহলে শুরু হয় বিতর্ক। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলগুলিও রাজ্য সরকারের ছুটি বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করেন। এরপর আবার স্কুল খুললেও দরজায় কড়া নাড়ছে পুজো। পুজোর ছুটি শুরু হওয়ার আগেই এবার ছুটি দুর্গা পুজোর মিছিলের জন্য।
বৃহস্পতিবার র্যালি করতে চলেছে পুজো উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন বাচ্চারা যাতে রাস্তায় আটকে না পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে। র্যালির কারণে বাচ্চারা যাতে রাস্তায় আটকে না পড়ে সেই কারণে দুপুরের মধ্যে স্কুল বন্ধ করারও পরামর্শ দেন স্কুল কর্তৃপক্ষের কাছে। তারপরেই একাধিক স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। র্যালি শুরু হবে জোড়াসাঁকো থেকে।
ক্যালকাটা গার্লস হাইস্কুল এবং কলকাতার সেন্ট অগাস্টিন ডে স্কুল দুর্গা পুজোর মিছিলের জন্য বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। সাউথ পয়েন্ট এবং অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলে অনলাইনে ক্লাস হবে বলে জানা গেছে। তবে মধ্য কলকাতার স্কুলগুলি কোনও রকম ঝুঁকি নিচ্ছে না। তাই বন্ধই থাকবে বেশিরভাগ স্কুল।
আরও পড়ুন : স্বামী খুনে অভিযুক্তরা জামিন পাওয়ায় ক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর, যাচ্ছেন সুপ্রিম কোর্টে
ক্যালকাটা গার্লস হাই স্কুল জানিয়েছ, বৃহস্পতিবার ছুটি থাকবে। কিন্তু যেহেতু সিলেবাস শেষ করতে হবে, তাই এই শনিবার স্কুল খোলা থাকবে। সাউথ পয়েন্টর তরফে জানানো হয়েছে, পুজোর র্যালির কথা মাথায় রেখে দুটি শিফটে সব ক্লাস হবে অনলাইনে।
এছাড়াও তাড়াতাড়ি বন্ধ করা দেওয়া হবে লা মার্টিনিয়ার, লরেটো হাউস, মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল এবং ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল।
Leave a Reply