Ramakrishna Math Belur: শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭০ তম জন্মতিথি উৎসব, সকাল থেকেই দর্শনার্থীদের ঢল সর্বত্র

নিউজ ডেস্ক: ১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মতিথি উৎসব। মা সারদা দেবীর জন্মতিথির আজ ১৭০তম বর্ষ। বেলুড় মঠে মহা সমারোহে পালন করা হচ্ছে মা ঠাকুরনির জন্মতিথি। এই উৎসব উপলক্ষে সারাদিন রামকৃষ্ণ মঠ এবং বেলুড় মঠে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাঁকুড়ার জয়রামবাটি মাতৃ মন্দিরেও আয়োজিত হয়েছে একাধিক অনুষ্ঠান। সকাল থেকেই শয়ে-শয়ে ভক্ত ও দর্শনার্থীরা শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণ মন্দির, মায়ের মন্দির, ব্রহ্মানন্দ মন্দির ও স্বামীজীর মন্দিরে দর্শন ও প্রণাম নিবেদন করতে উপস্থিত হয়েছে মন্দির প্রাঙ্গনে।

দু বছর আগে বেলুড় মঠ বন্ধ ছিল করোনা সংক্রমনের জন্য। আগের বছরও দর্শনার্থীরা এসেছিলেন। এ বছরও এই অনুষ্ঠান বেলুড় মঠ পালন করছে। সকাল বেলা চারটে পঁয়তাল্লিশ মিনিট ভোর থেকে শুরু হয় বেলুর মঠের অনুষ্ঠান। প্রথমে মঙ্গল আরতি হয়। এছাড়াও রয়েছে বেদ পাঠ ,স্তব গান ,ভজন, বিশেষ পুজো, হোম ,মাতৃসংগীত, শ্রী শ্রী মায়ের কথা পাঠ, ভক্তিগীতি ,গীতিনাট্য শ্যামা সংগীত, পদাবলী কীর্তন ভজন ,ধর্ম সভা ,প্রসাদ বিতরণ সন্ধ্যা আরতি ও ভজন দিয়ে শেষ হবে অনুষ্ঠান।

১৮৫৩ সালের বাইশে ডিসেম্বর (বাংলা ১২৬০ সালের ৮ পৌষ) বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটি এক দরিদ্র ব্রাহ্মণ ধর্ম পরায়ন পরিবারে সারদা দেবীর জন্ম। তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মায়ের নাম শ্যামা সুন্দরী দেবী। তাঁদের পরিবার বংশানুক্রমে ভগবান শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। সারদা দেবী ছিলেন তাঁদের প্রথম সন্তান। পরবর্তীতে হুগলির কামারপুকুর গ্রামের গদাধরের অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সঙ্গে তাঁর বিয়ে হয়।