দীপঙ্কর গুহ :
এক বিশ্বকাপ শেষ হতে আর দুটি ম্যাচ বাকি। তারপর এক সপ্তাহ পরের আরের বিশ্বকাপ। চলে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। আর সামনেই ( ২০ নভেম্বর থেকে) ফুটবল বিশ্বকাপ।
শুরু হতে চলেছে ফুটবলের গ্রেটেস্ট শো অন আর্থ ৷ ২২ তম ফুটবল বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা পারদ ঊর্ধ্বমুখী। আর বিশ্বকাপ ফুটবল মানেই, তা ঘিরে প্রতিবারই বেশ কিছু ভবিষ্যতবাণী চলতেই থাকে। নমুনা প্রচুর। ২০১০ বিশ্বকাপের বিখ্যাত অক্টোপাস ‘পল’ থেকে শুরু করে ২০১৪ এবং ২০১৮ প্রতি বিশ্বকাপেই দেখা মিলেছে একের পর এক ভবিষ্যতবাণী।
প্রযুক্তিকে হাতিয়ার করে এগিয়ে সফওয়্যার গেমিং অ্যাপ। জনপ্রিয় গেমিং সংস্থা ইএ স্পোর্টসও তাই সামনে এনেছে । তাদের বিখ্যাত গেইম ফিফার সিম্যুলেটরের মাধ্যমে দেখা যাচ্ছে , ২০২২ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে নিয়ে যাবে আর্জেন্টিনা। মেসির মন খুশ হবে , তাহলে।
গত তিনটি ফিফা বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে, তা সঠিক ভাবে মিলিয়ে দিতে পেরেছিল এই ইএ স্পোর্টস। এবারের কাতারের কাপ নিয়ে যা ভবিষ্যদ্বাণী করয়েছে, তাতে দারুণ খুশি হবেন আর্জেন্টিনার সমর্থকরা। জনপ্রিয় ভিডিও গেমস সংস্থা ইএ স্পোর্টস জানিয়েছে , কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।
সফটওয়্যারকে কাজে লাগিয়ে বিশেষ অঙ্ক, পরিসংখ্যান, তথ্যের মাধ্যমে নানাভাবে বিশ্লেষণ করে ইএ স্পোর্টস প্রতিবার বিশ্বকাপের আগাম ফল জানিয়ে রাখে । এবার ইএ স্পোর্টস জানিয়ে দিল দিন দশ আগে , কাতার বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা!
এই গণনা সঠিক হলে, আগামী ১৮ ডিসেম্বর কাতারের দোহায় নেইমারদের হারিয়ে বিশ্বকাপ জাপটে ধরবেন লিওনেল মেসি। এই ইএ স্পোর্টস ই বলেছিল, ২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে স্পেন, ২০১৪ তে কাপ জিতবে জার্মানি আর ২০১৮ তে চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। ঠিক তাই তাই হয়েছিল।
কীভাবে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা? ইএ স্পোর্টস এর ভবিষ্যতবাণী বলছে, নক আউটে প্রি কোয়ার্টার ফাইনালে ডেনমার্ককে ২-১, শেষ আটে নেদারল্যান্ডসকে ১-০ হারিয়ে সেমিফাইনালে উঠে যাবে মেসিরা। তারপর ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে যাবে। রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। এবার তার বদলা নেবে। কাতারে ট্রফি জয়ের লড়াইয়ে সেই রাস্তায় হেঁটে চলবে আর্জেন্টিনা। তারপর ফাইনালে নেইমারদের হারিয়ে কাপ জিতবেন মেসিরা। এটাই বলছে ইএ স্পোর্টস এর ভবিষ্যতবাণী। আর তাতেই আলোড়ন গোটা ফুটবল বিশ্বে।
এবার দেখে নেওয়া যাক , নেইমারদের দৌড়।
শেষ ষোলো লড়াইয়ে ব্রাজিল ৩-০ গোলে হারাবে দক্ষিণ কোরিয়াকে। তারপর কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ৩-০ গোলে হারাবে ব্রাজিল। এরপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে ৫-৪ গোলে টাইব্রেকার হারিয়ে ফাইনালে খেলবেন নেইমাররা। আর ফাইনালের ফল? দুই প্রিয় বন্ধুর মধ্যে শেষ হাসি হাসার কথা মেসির। আবার সেই শেষ কোপা আমেরিকার ফাইনাল! এবার দেখা যাকে ইএ স্পোর্টস এর ভবিষ্যদ্বাণী কতটা মেলে।
Leave a Reply