স্পোর্টস ডেস্ক: ডুরান্ডে ব্যর্থতার পর গা ঝাড়া দিয়ে উঠতে ইমামি ইস্ট বেঙ্গল বেছে নিয়েছে কলকাতা ফুটবল লিগ। কিন্তু বিধি বাম! প্রথম ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল লাল হলুদ ব্রিগেড। তাই বুধবার নৈহাটিতে এরিয়ানের বিরুদ্ধে জয়ের রাস্তায় ফেরার চ্যালেঞ্জ ছিল ইমামি ইস্ট বেঙ্গলের সামনে। সেই সুযোগটিই পেল না ইস্টবেঙ্গল। বাধা হয়ে দাঁড়াল প্রবল বৃষ্টি। প্রচন্ড বজ্র – বিদ্যুতের সঙ্গে প্রবল বৃষ্টির কারণে বাতিল ঘোষণা করা হয় ইমামি ইস্টবেঙ্গল ও এরিয়ান ম্যাচটি।
ম্যাচ শুরুর আগে থেকে চলছিল প্রবল বৃষ্টি। মাঠ জলমগ্ন হয়ে পড়ে। জলনিকাশী ব্যবস্থা নৈহাটি স্টেডিয়ামে বেশ ভালো। বৃষ্টি একটু থামার পর দুই দল মাঠে নামে। টসও হয়। ফিফার নিয়ম মেনে, এরপরে রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় বা সহকারি রেফারিরা মাঠে নেমে বলে লাথি মেরে দেখেন, তা আটকে যাচ্ছে। সঙ্গে আবার চলছিল বজ্র – বিদ্যুতের দাপট। বাধ্য হয়ে ম্যাচ বাতিলের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়। রেফারিরা জানিয়ে দেন, এই মাঠে খেলা হওয়া সম্ভব নয়। তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে আই এফ এ’ র সূত্র থেকে জানা গেছে, পুজো মিটলেই এই ম্যাচটি আবার হবে।
লিগে এক ম্যাচ খেলে এই মুহূর্তে ইমামি ইস্টবেঙ্গলের ঘরে এক পয়েন্ট। পুজোর আগে কলকাতা লিগে ইমামি ইস্টবেঙ্গলের আর কোনও ম্যাচ নেই। ইস্ট বেঙ্গল এই লিগে খেলছে বিদেশীদের ছাড়া। এমনকি যুব দল নিয়ে খেলছে। নামকরা ফুটবলাররা না খেলায়, উঠতিরা সুযোগ পাচ্ছে। কোচিং করাচ্ছেন বিনো জর্জ। এখান থেকে কিছু প্রতিভা পেলেই , তাঁদের আই এস এলে পরখ করতে পারবেন হেড কোচ কনটেস্টাইন।
Leave a Reply