ইউ এন লাইভ নিউজ: এবছর আবারও চ্যাম্পিয়নশিপ জেতার লক্ষ্যে কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল এফসি মাঠে নেমেছে। রিজার্ভ দল এবং সিনিয়র দলের মিশ্রণে দল গঠন করেছে তারা। তবে, কিছুটা চিন্তিত রয়েছে ক্লাব চিন্তার কারণ হল দলের দুই গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলারের ফিটনেস নিয়ে। স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো পুরোপুরি ফিট নন। যদিও তিনি অনুশীলনে যোগ দিয়েছেন, তা সত্ত্বেও এখনও পর্যন্ত পুরো দমে অনুশীলন শুরু করতে পারেননি তিনি। ক্রেসপো কন্ডিশনিং কোচের পর্যবেক্ষণে রিহ্যাব করছেন। তার সম্পূর্ণ রূপে ফিট হতে ঠিক কতটা সময় লাগবে তা এখনও নির্দিষ্টভাবে বলা মুশকিল। তার অনুপস্থিতি মিডফিল্ডে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।
দ্বিতীয় বিদেশি ফুটবলার ক্লেইটন সিলভাও পুরোপুরি ফিট নন। তিনিও একই ভাবে অনুশীলনে যোগ দিয়েছিলেন, কিন্তু খুব বেশি সময় মাঠে কাটাননি উপরন্তু অনুশীলন সেশন শেষ হওয়ার আগেই ছেড়ে চলে গিয়েছিলেন। সম্প্রতি আসন্ন মরশুম নিয়ে ক্লেইটন সিলভা আশাবাদী মন্তব্য করেছেন। ইস্টবেঙ্গল এফসি কাগজে কলমে শক্তিশালী দল গঠন করলেও মাঠের ফলাফল কেমন হবে তা সময়ই বলবে। ফিটনেস কোচ এবং কোচিং স্টাফরা ফুটবলারদের ফিটনেস নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন। নামী ফুটবলারদের ফিটনেস সংশ্লিষ্ট সমস্যা সমাধান হলে দল আরও শক্তিশালী হয়ে উঠবে এবং তাদের পারফরম্যান্স আরও উন্নত হবে।
Leave a Reply