Qatar World Cup 2022: লাতিন আমেরিকার ইকুয়েডরের জয়ে শুরু এবারের বিশ্বকাপ

দীপঙ্কর গুহ:

শুরু হয়ে গেল ২২ তম বিশ্বকাপ ফুটবল। উদ্বোধনী অনুষ্ঠানের পরই সেই মাঠেই মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দল ইকুয়েডর। আর আয়োজক দেশ কাতার। মধ্যপ্রাচ্যের এই দেশ এই প্রথমবার বিশ্বকাপে খেলতে নামল। দেশের মাটিতে , দেশের মানুষের সমর্থনে খেলেও হারতে হল। সকলে এই হারের জন্য ব্যর্থতার কাঠগড়ায় দাঁড় করিয়েছে দলের গোলরক্ষককে।

লাতিন আমেরিকা নাকি ইউরোপ? বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্ব কার? এই লড়াই চলছেই বছরের পর বছর। এবারের কাপ দখলের লড়াইয়ে আছে সেই ডুয়েল। শুরুর দিন টেক্কা দিল লাতিন ফুটবল। যদিও প্রতিপক্ষ কোনও ইউরোপের দল নয়। এই প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা কাতার।

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের কাছে হার দিয়েই বিশ্বকাপ-মিশন শুরু হল মধ্যপ্রাচ্যের দেশটির। একসময় ইপিএলের তারকা ফুটবলার এনার ভ্যালেন্সিয়ার জোড়া গোলে (২-০) জিতে এবারের বিশ্বকাপ দৌড় শুরু করল ইকুয়েডর।

https://twitter.com/footballdaily/status/1594407463960596481?t=7JPkRkhygOC6FtFILCeNzg&s=19

রবিবার উদ্বোধনী ম্যাচে আল বায়াত স্টেডিয়ামের দর্শক আসন ৬০ হাজারের হলেও, ফিফা জানিয়েছে ৬৭ হাজার মানুষ হাজির ছিল! বাকি ৭ হাজার কিভাবে! সে যেভাবেই হোক, ফুটবলের টানে মানুষ গেছে।

কিন্তু ম্যাচ কেমন হল?

উদ্বোধনী ম্যাচে বল দখলে প্রতিপক্ষের সঙ্গে সমান তালে পাল্লা দিলেও, আক্রমণে নিরিখে হলে পানিই পায়নি কাতার। স্ট্যাটিসটিকাল তথ্য দেখালো, ম্যাচের ৪৮ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে পেরেছে কাতার। আর প্রতিপক্ষের গোল লক্ষ্য করে শট নিতে পেরেছে মাত্র দুবার। কিন্তু নিশানা সঠিক ছিল না।

আর, পুরো ম্যাচের ৫২ শতাংশ সময় নিজেদের দখলে বল রাখে ইকুয়েডরের ফুটবলাররা। কাতারের তেকাঠি লক্ষ্য রেখে মোট পাঁচটি শট নিতে পেরেছে লাতিন আমেরিকান দলটি। তার ফলশ্রুতি – দুটি গোল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইকুয়েডর। সেই ছন্দেই মাঝ মাঠে মেলে ফ্রি কিক। সেখান থেকে বল পেনাল্টি বক্সের ভেতর গেলে, টরেসের করা ওভার হিট কিকে বল ভ্যালেন্সিয়ার কাছে যেতেই চকিতে হেডে গোল করেন তিনি।
কিন্তু ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভার)-এর সাহায্য নেন রেফারি। রিভিউ দেখে গোলটি বাতিল হয়। মূলত অফসাইডের জন্য গোলটি বাতিল করা হয়।

তবে ম্যাচে এগিয়ে যেতে এরপর বেশিক্ষণ সময় লাগেনি ইকুয়েডরের। একের পর এক কাউন্টার অ্যাটাকে কোণঠাসা করে রাখে কাতারকে। মেলে পেনাল্টি। তা থেকে গোল করে এনার ভ্যালেন্সিয়া দলকে ১-০ গোলে এগিয়ে দেন। আর ম্যাচের ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে গোলের ব্যবধান বাড়িয়ে নিন ভ্যালেন্সিয়া (২-০)।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার মরিয়া লড়াই চালায় কাতার। তুলে আনে একের পর এক আক্রমণ। কিন্তু তাতে ছিল না ফিনিশিং। তাই পায়নি কোনও গোল। আর ইকুয়েডরও গোলের সংখ্যা বাড়াতে পারেনি । তাই প্রথম ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এনার ভ্যালেন্সিয়ারা।

এভারটনে খেলা এনার ভ্যালেন্সিয়া এই দলের অধিনায়ক। প্রথম ম্যাচে দুটি গোল করে শুধু গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে এগিয়ে গেলেন – এটাই নয়, যে বিতর্কিত কারনে ১৩ জন ব্রিটিশ পুলিশ তাঁকে ধরতে তাড়া করেছিল, সেইসব স্মৃতি সরানোর পথে হাঁটা শুরু করলেন।

ছবি / ভিডিও: সৌ টুইটার।

About Dipankar Guha

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *