ইউ এন লাইভ নিউজ ডেস্ক: দোরগোড়ায় লোকসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। প্রচার ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলায় আপাতত স্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সমনের বিরোধিতায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ। সেখানেই মিলল স্বস্তি। আগামী ১০ জুলাই পর্যন্ত তাঁকে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই।
কয়লা দুর্নীতি মামলায় ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল এদিন আবেদন করেন, লোকসভা নির্বাচন চলাকালীন অর্থাৎ আগামী জুলাই মাস পর্যন্ত দিল্লিতে যেন অভিষেককে ইডি তলব না করে। আবেদন করেছিলেন স্ত্রী রুজিরাও।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, লোকসভা নির্বাচনের প্রচারে এই সময় তিনি ব্যস্ত থাকবেন। ফলে তাঁকে দিল্লিতে তলব না করার প্রসঙ্গটি উত্থাপন করেন তিনি। এরপরেই ইডি-র আইনজীবী এস ভি রাজু বলেন, ‘লোকসভা নির্বাচনের কারণে এই সময় দিল্লিতে তলব করা হবে না অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে।’ অর্থাৎ ১০ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার জন্য দিল্লিতে তলব করতে পারবে না ইডি।
কয়লা দুর্নীতি সংক্রান্ত মামলায় ২০২৩ সালের ২১ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষবার তলব করা হয়েছিল। বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিথালে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানির দিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা যাবে না। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে আগামী ১০ জুলাই।
Leave a Reply