ইউ এন লাইভ নিউজ: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বেড়ে দাঁড়াল আগামী ৩ জুলাই পর্যন্ত। বুধবার আপ প্রধানের জামিন মামলায় দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট কেজরির হেফাজতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিন আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটির দুর্নীতির প্রমাণ রয়েছে বলে ইডি দাবি করেছে।
বস্তুত, গত ২১ মার্চ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে ইডি কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল। দু সপ্তাহ পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে উচ্চ আদালতে মামলা করেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর আইনজীবীরা আদালতে দাবি করেছিলেন, লোকসভা প্রচার থেকে মুখ্যমন্ত্রীকে আটকাতেই ইচ্ছাকৃতভাবে জেলে পাঠানো হয়েছে। তারপরই, গত ১০ মে কেজরিকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দেয় শীর্ষ আদালত। অর্থাৎ ১ জুন নির্বাচনের শেষ দফার ভোটের দিন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট। আদালত। এরপর ২ জুন নিজেই আত্মসমর্পণ করেন আপ নেতা।
এর মাঝেই জামিনের মেয়াদ বাড়ানোর জন্য উচ্চ আদালতে আবেদন করেন তিনি। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদনে রাজি না হয়ে, মামলাটি নিম্ন আদালতে পাঠিয়ে দেয়। আজ অর্থাৎ বুধবার নিম্ন আদালতেও জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন আদালতে কেজরির আইনজীবী দাবি করেন, ‘কেজরিওয়ালকে এখনও পর্যন্ত কোনও মামলাতেই অভিযুক্ত হিসাবে দেখানো হয়নি। চার্জশিটে তাঁকে সাক্ষী হিসাবেই দেখানো হয়েছে। তাই অবিলম্বে জামিন পাওয়া উচিত মুখ্যমন্ত্রীর।’
Leave a Reply