নিউজ ডেস্ক: তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় ব্যাঙ্কশাল কোর্টে বিশেষ সিবিআই আদালতে ১৭২ পাতার চার্জশিট জমা দিল ইডি। ইডি সূত্রে খবর, পার্থ এবং অর্পিতা দুজনের বিরুদ্ধেই, আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের তিন এবং চার নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে।
বিভিন্ন ভুয়ো সংস্থা খুলে অর্থ বিনিয়োগ করা, বিপুল সম্পত্তি সবকিছুরই উল্লেখ রয়েছে চার্জশিটে। মোট ১০৩ কোটির স্থাবর ও অস্থাবর সম্পত্তি উদ্ধার করেছে ইডি, বলা হয়েছে চার্জশিটে। সিজিও কমপ্লেক্স থেকে নথি ভর্তি দুটি ট্যাঙ্ক নিয়ে ব্যাঙ্কশাল আদালতে যায় ইডি। বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে রয়েছে ফ্ল্যাট, বাগানবাড়ি, জমি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
চার্জশিটে ইডি আরও জানিয়েছে, অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৪৯ কোটি টাকা ছাড়াও পার্থ-অর্পিতার নামে থাকা প্রায় চল্লিশটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রায় ৪০.৩৩ কোটি টাকা। এর মধ্যে রয়েছে একাধিক ফ্ল্যাট, ফার্ম হাউস এবং বেশ কয়েকটি সংস্থাও।
মোট চল্লিশটি স্থাবর সম্পত্তি, ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত অ্যাকাউন্টগুলিতেও ৭.৮৯ কোটি টাকা মিলেছে। অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে প্রায় ৪৯ কোটি টাকা নগদ ছাড়াও ৫.০৮ কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি ইডি-র। সবমিলিয়ে পার্থ এবং অর্পিতার বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ প্রায় ১০৩.১০ কোটি টাকা, চার্জশিটে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন: “ক্রিকেট জুয়ায় মদত দিচ্ছেন বোর্ড সভাপতি”! সরাসরি আক্রমন গৌতম গম্ভীরের
গত ২৩ জুলাই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে।অর্পিতার বেলঘড়িয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাট থেকে সর্বসাকুল্যে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়। নিয়ম অনুযায়ী, গ্রেফতারির ৬০ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে হয়। এই কারণেই নির্দিষ্ট সময়ের মধ্যে পার্থ এবং অর্পিতার বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় সংস্থা।
আরও পড়ুন: ইউটিউবে অশালীন ভিডিও আপলোডের অভিযোগ: খড়দহে গরম রডের ছ্যাঁকা দুই তরুণীকে
Leave a Reply