নিউজ ডেস্ক: ফের শহরে ইডির হানা। শুক্রবার সকালে এনফোর্সমেন্ট ডিরক্টরেটের চারটি দল কলকাতা সহ সল্টলেকের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চলায়। এর মধ্যে সল্টলেকের এইচবি ব্লকে ঝাড়খন্ডের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় ইডির পাঁচ সদস্যের একটি দল। তাঁর বিরুদ্ধে কয়লা পাচার ও অবৈধ খননের অভিযোগ রয়েছে। এর আগেও ওই ব্যবসায়ীর বাড়িতে বেশ কয়েকবার সিবিআই হানা দিয়েছিল।
ইডির অনুমান, ঝাড়খন্ডের ওই ব্যবসায়ীর বাড়িতে কয়লা পাচার এবং অবৈধ খনন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি থাকার সম্ভাবনা রয়েছে। ইডি আধিকারিকরা ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে একটি বিলাসবহুল গাড়ি পেয়েছে। বাড়ি, গাড়ি ও বিপুল পরিমাণ সম্পত্তির পরিমাণ দেখে প্রশ্ন উঠছে, তাঁর এত টাকার উৎস কি? কয়লা পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত বেআইনি আর্থিক লেনদেন থেকেই কি ওই ব্যবসায়ীর সম্পত্তির পরিমাণ বেড়েছে? সেটাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারীরা।
আরও পড়ুন: সমন এড়িয়ে হেমন্তের চ্যালেঞ্জ ইডিকে
গত কয়েক মাস ধরেই শহরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইয়ের তল্লাশি অভিযান বেড়েছে। ইডির তল্লাশি অভিযানেই গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে গার্ডেনরিচে এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ১৭ লক্ষ টাকা উদ্ধার হয়। তারও আগে রাজ্যের প্রাক্তণ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর নগদ টাকা, গহনা সহ বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পায়।
Leave a Reply