ED Raid : ফের বোলপুরে হানা দিল ইডির দল, অনুব্রতর কার্যালয়ে চলল তল্লাশি

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: রবিবারই বীরভূম সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফেরার পরেই আজ, সোমবার বোলপুরের তৃণমূল কার্যালয়ে হানা দিল ইডি। উল্লেখ্য, বোলপুরের এই দলীয় কার্যালয়ে বসবেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, গোরু পাচার মামলার তদন্তের কারণেই ইডি এদিন তল্লাশি চালায়।

জানা গিয়েছে, ইডির তিন প্রতিনিধি প্রথমে বোলপুর মহকুমা ভূমি সংস্কার দফতরে যান এদিন। সেখানে গিয়ে কথা বলেন বোলপুরের বিএলআরও-এর সঙ্গে। বোলপুরের নিচুপট্টি এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সমস্ত জমির কাগজপত্র খতিয়ে দেখেন। সেখান থেকে যান তৃণমূল কার্যালয়ের সামনে। স্থানীয় সূত্রে খবর, সেখানে মাপজোকও করা হয়। শুধু তাই নয়, দলীয় কার্যালয়ের যে জায়গা তা মাপজোকের পাশাপাশি কার্যালয়ের আশপাশের দোকানিদের সঙ্গেও কথা বলেন ইডি আধিকারিকরা।

জানা গিয়েছে, এখানেই শেষ নয়। একটি ট্রাস্ট গঠন করে ওই কার্যালয়টি কিনেছিলেন অনুব্রত মণ্ডল। ওই ট্রাস্টের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। প্রসঙ্গত, শুধু কার্যালয় নয়, ইডির নজরে অনুব্রতর মা কালীর সোনার গয়নাও।

লোকসভা নির্বাচনের আগে বীরভূমের নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানেও উঠে আসে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। অনুব্রত মণ্ডল সাংগঠনিক কায়দায় যেভাবে দল চালাতেন সেইভাবেই কাজ করতে হবে বলে ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী। তাঁর সফরের পরেই এই ইডি হানা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।