প্রধানমন্ত্রীকে তলব করা উচিৎ ইডির, মুখ্যমন্ত্রীকে তলব করতেই বিস্ফোরক দলীয় নেতা

নিউজ ডেস্ক : অবৈধ খনি মামলায় তীব্র অস্বস্তিতে মুখ্যমন্ত্রী। দুর্নীতির শিকড়ে পৌঁছাতে, জিজ্ঞাসাবাদের জন্য এবার তলব করা হয়েছে তাঁকে। দুর্নীতির মামলায় মুখ্যমন্ত্রীকে যতই নাকানিচুবানি খাওয়াচ্ছে কেন্দ্র, ততই ক্ষোভে ফেটে পড়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা-কর্মীরা। ইডির পক্ষ থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে সমন জারি করতেই, সরকারকে সরাসরি আক্রমণ করে দলীয় নেতার দাবি, এবার প্রধানমন্ত্রীকেও তলব করা উচিত ইডির।

কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতি করার অভিযোগ তুলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টির নেতা মনোজ পান্ডে জানিয়েছেন, ইডি নিজের কাজ করছে। আমাদের প্রতি অবিচার হলে আমরা আদালতের দ্বারস্থ হবো। ইডি মুখ্যমন্ত্রীকে তলব করতে পারে কিনা জানি না। মুখ্যমন্ত্রী আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে প্রতিক্রিয়া জানাবেন। এসব অভিযোগে তাকে তলব করা কি বৈধ? যদি তাই হয়, তাহলে অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রীকেও তলব করা উচিত। এটা কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিহিংসার রাজনীতি।

আরও পড়ুন : ডানলপ মোড়ে ভয়াবহ আগুন বহুতলে, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল এলাকা

বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনি খনি ও অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ নভেম্বর রাঁচির ইডি অফিসে হাজির হতে হবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। ইডির নোটিশ জারির পরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে ঝাড়খণ্ডের শাসকদল। ইতিমধ্যেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টির নেতা মনোজ পান্ডের বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন : লাল ফিতের ফাঁস নয়, অপেক্ষা করে আছে লাল কার্পেট: বাণিজ্য সম্মেলনে বার্তা মোদির