আগামী সপ্তাহেই মানিকের বিরুদ্ধে চার্জশিট ইডির

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আগামী সপ্তাহেই চার্জশিট দিতে চলেছে ইডি। কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতে ওই চার্জশিট জমা দেওয়ার কথা। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল বিধায়ককে  ১০ অক্টোবর গ্রেফতার করেছিল ইডি। সূত্রের খবর, গ্রেফতারের ৬০ দিনের মধ্যেই চার্জশিট জমা দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-এ মানিকের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে ইডি। দুর্নীতির টাকা পাচারে মানিক ছাড়াও আর কারও কারও নাম উঠে আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। 

বিধায়ক মানিক ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। পার্থর অনুমোদনেই মানিক প্রায় এক দশক প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন। পার্থ শিক্ষামন্ত্রী থাকার সময়  নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। তাই মানিক মামলায় পার্থ চট্টোপাধ্যায়ও জড়িয়ে যান কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে।

ইডি সূত্রের দাবি, পার্থ-মানিক যোগসাজশের কিছু তথ্য হাতে এসেছে। দুজনের পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দেখা হয়েছে। মানিকের ছেলে সৌভিকের ব্যাঙ্ক- লেনদেন নিয়ে ইডি-র জোরালো প্রশ্ন রয়েছে। কোনও কাজ না-করিয়েও কেন বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ থেকে সৌভিকের সংস্থার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছিল তাও খতিয়ে দেখছে ইডি।